শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দগ্ধ হয়ে ৬ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার বিকালে বিপুল সংখ্যক মানুষ শহরের নেতাজী সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার পাশে শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে হামলা চালায়।
এ সময় হোটেল অনেক মানুষ আটকা পড়েন। উপস্থিত মানুষ পাশের ভবন দিয়ে আটকা পড়াদের উদ্ধার করেন। উদ্ধার তৎপরতা চালায় যশোর বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টারও।
আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গণমাধ্যমকর্মীরা ছয় জনের মরদেহ দেখতে পেয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। এ ছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হোটেলে অগ্নিদগ্ধের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের মতো। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।’
সোমবার, ০৫ আগস্ট ২০২৪
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দগ্ধ হয়ে ৬ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার বিকালে বিপুল সংখ্যক মানুষ শহরের নেতাজী সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার পাশে শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে হামলা চালায়।
এ সময় হোটেল অনেক মানুষ আটকা পড়েন। উপস্থিত মানুষ পাশের ভবন দিয়ে আটকা পড়াদের উদ্ধার করেন। উদ্ধার তৎপরতা চালায় যশোর বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টারও।
আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গণমাধ্যমকর্মীরা ছয় জনের মরদেহ দেখতে পেয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। এ ছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হোটেলে অগ্নিদগ্ধের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের মতো। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।’