চট্টগ্রামে এক নারী ৪৯ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করেছেন, যার মধ্যে ২৮ জনই বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক। বাদী হাসিনা মমতাজ নামে ওই নারী মোহরা ছায়েরা খাতুন কাদেরিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল।
মামলার এজাহারে মোট ১০টি অভিযোগ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে। এছাড়া, "বিভ্রান্তিমূলক ও মিথ্যা" সংবাদ প্রচারের অভিযোগও তোলা হয়েছে।
বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর এবং যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতা।
হাসিনা মমতাজের অভিযোগ অনুযায়ী, আসামিরা ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা, অপহরণ ও নির্যাতন। এছাড়া, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে।
আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে এক নারী ৪৯ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করেছেন, যার মধ্যে ২৮ জনই বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক। বাদী হাসিনা মমতাজ নামে ওই নারী মোহরা ছায়েরা খাতুন কাদেরিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল।
মামলার এজাহারে মোট ১০টি অভিযোগ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে। এছাড়া, "বিভ্রান্তিমূলক ও মিথ্যা" সংবাদ প্রচারের অভিযোগও তোলা হয়েছে।
বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর এবং যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতা।
হাসিনা মমতাজের অভিযোগ অনুযায়ী, আসামিরা ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা, অপহরণ ও নির্যাতন। এছাড়া, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে।
আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।