কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ক্যাম্প ২০ এবং ২০-এক্স. এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ০২টি হত্যা মামলাসহ ০৩টি মামলার এজাহারনামীয় আসামী রোহিঙ্গা হামিদ হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে ০২টি হত্যা মামলাসহ ০৩টি মামলার এজাহারনামীয় আসামী রোহিঙ্গা হামিদ হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোঁজানো অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ০১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে ক্যাম্প হেফাজতে নিয়ে আসার পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ ইকবাল আরো জানান, যৌথ অভিযানে ১৪ এপিবিএন এর ৭০ জন এবং বিজিবি-র ১৮ জনসহ মোট ৮৮ জন সদস্য অংশগ্রহণ করেছেন। এই অভিযানের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ক্যাম্প ২০ এবং ২০-এক্স. এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ০২টি হত্যা মামলাসহ ০৩টি মামলার এজাহারনামীয় আসামী রোহিঙ্গা হামিদ হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে ০২টি হত্যা মামলাসহ ০৩টি মামলার এজাহারনামীয় আসামী রোহিঙ্গা হামিদ হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোঁজানো অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ০১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে ক্যাম্প হেফাজতে নিয়ে আসার পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ ইকবাল আরো জানান, যৌথ অভিযানে ১৪ এপিবিএন এর ৭০ জন এবং বিজিবি-র ১৮ জনসহ মোট ৮৮ জন সদস্য অংশগ্রহণ করেছেন। এই অভিযানের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।