নিরাপত্তা জনিত কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও বেশির ভাগ কারখানায় উৎপাদন চলছে। বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীপুর, গাজীপুর সদর ও টঙ্গী কোনাবাড়ী, কাশিমপুর এলাকায় ‘বহিরাগত’ শ্রমিকদের ‘অযৌক্তিক’ দাবীতে হামলা ও ভাংচুর এড়াতে ওই কারখানাগুলোতে ছুটি ঘোষনা করা হয়েছে। বাকী সব কারখানায় ‘শান্তিপুর্ণ অবস্থা’ বিরাজ করছে। কারখানাগুলোতে উৎপাদন চলছে। শিল্পকারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
আজ সকালে শ্রীপুরের বর্মী এলাকায় হোয়াইট হর্স ফার্মাসিটিক্যাল কারখানায় বেতন, মাতৃকালীন ছুটিসহ এবং চিকিৎসা জনিত ছুটির দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ বন্ধ ঘোষনা করলেও শ্রমিকরা কারখানার গেইটে বিক্ষোভ করছিলেন। এসময় তারা ‘কথায় কথায় চাকরি নাই, চলবে না চলবে না’ — এই স্লোগান দিয়ে বেক্সিমকো কারখানার মেইন গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার ( বেক্সিমকো) গোলাম মোরশেদ সকাল ১১ টার দিকে সংবাদকে জানান, আজ সকালে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মেইন গেটের সামনে কিছু শ্রমিকরা অবস্থান নেয়, তবে তারা বিক্ষোভ না করে অবস্থান কর্মসূচি পালন করছে।
তবে কাশিমপুর কোনাবাড়ি এলাকার বেশিরভাগ কারখানা স্বাভাবিকভাবেই চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
নিরাপত্তা জনিত কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও বেশির ভাগ কারখানায় উৎপাদন চলছে। বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীপুর, গাজীপুর সদর ও টঙ্গী কোনাবাড়ী, কাশিমপুর এলাকায় ‘বহিরাগত’ শ্রমিকদের ‘অযৌক্তিক’ দাবীতে হামলা ও ভাংচুর এড়াতে ওই কারখানাগুলোতে ছুটি ঘোষনা করা হয়েছে। বাকী সব কারখানায় ‘শান্তিপুর্ণ অবস্থা’ বিরাজ করছে। কারখানাগুলোতে উৎপাদন চলছে। শিল্পকারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
আজ সকালে শ্রীপুরের বর্মী এলাকায় হোয়াইট হর্স ফার্মাসিটিক্যাল কারখানায় বেতন, মাতৃকালীন ছুটিসহ এবং চিকিৎসা জনিত ছুটির দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ বন্ধ ঘোষনা করলেও শ্রমিকরা কারখানার গেইটে বিক্ষোভ করছিলেন। এসময় তারা ‘কথায় কথায় চাকরি নাই, চলবে না চলবে না’ — এই স্লোগান দিয়ে বেক্সিমকো কারখানার মেইন গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার ( বেক্সিমকো) গোলাম মোরশেদ সকাল ১১ টার দিকে সংবাদকে জানান, আজ সকালে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মেইন গেটের সামনে কিছু শ্রমিকরা অবস্থান নেয়, তবে তারা বিক্ষোভ না করে অবস্থান কর্মসূচি পালন করছে।
তবে কাশিমপুর কোনাবাড়ি এলাকার বেশিরভাগ কারখানা স্বাভাবিকভাবেই চলছে বলেও জানান তিনি।