বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে আসা নারী
টানা বর্ষন ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বাঁশখালীর নিম্নাঞ্চল। সেখানে পাহাড়ি ঢলে ভেসে এসেছে এক মহিলার লাশ। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকার পানি চলাচলের ছড়ার কালভার্টের নীচে আটকে থাকা অবস্থায় পানিতে ভাসমান এক মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঢলের পানিতে ডুবে মৃত্যু বরণ করা নারীর নাম সিরাজ খাতুন। তার বয়স ৫৫ বছর। পৌরসভার উত্তর জলদী ছুম্মাপাড়া ৪ নং ওয়ার্ড এলাকার রব্বান আলীর স্ত্রী বলে জানা গেছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি ঢলে ভেসে আসা সিরাজ খাতুন নামে এক নারীর লাশের খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।
বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে আসা নারী
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
টানা বর্ষন ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বাঁশখালীর নিম্নাঞ্চল। সেখানে পাহাড়ি ঢলে ভেসে এসেছে এক মহিলার লাশ। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকার পানি চলাচলের ছড়ার কালভার্টের নীচে আটকে থাকা অবস্থায় পানিতে ভাসমান এক মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঢলের পানিতে ডুবে মৃত্যু বরণ করা নারীর নাম সিরাজ খাতুন। তার বয়স ৫৫ বছর। পৌরসভার উত্তর জলদী ছুম্মাপাড়া ৪ নং ওয়ার্ড এলাকার রব্বান আলীর স্ত্রী বলে জানা গেছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি ঢলে ভেসে আসা সিরাজ খাতুন নামে এক নারীর লাশের খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।