অপরদিকে সাদপন্থীদের সাংবাদিক সম্মেলন
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে প্রবেশ করাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও একটি প্রাইভেটকারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাবলিগ জামাতের শুরায়ে নিজাম (মাওলানা জুবায়েরের) অনুসারীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়েরের পাঁচ শতাধিক অনুসারী অবস্থান নেন। ১ ঘণ্টাব্যাপী অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যান। এছাড়া নলজানি এলাকায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাদপন্থিরা।
শুরায়ে নিজামীর অনুসারীদের হামলায় তাদের লোকজন আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাদ পন্থি ইজতেমার আয়োজকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
জানা গেছে, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫২) ও মাওলানা আতাউর (৫৪) আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাদপন্থীদের সূত্রে জানা গেছে, মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে আয়োজিত গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা পালন করেন কয়েক হাজার মুসল্লি। এরপর দ্বিতীয় ধাপে আগামী ২০–২৪ ডিসেম্বরে জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চান মাওলানা সাদ কান্ধলভির আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা। তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জোড় ইজতেমার অনুমতি দেওয়া হয়নি মাওলানা সাদ অনুসারীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বি ইজতেমা ময়দানের পশ্চিম অংশে যান। এতে বাধা দেন জুবায়ের অনুসারীরা। ময়দানে প্রবেশ করতে না পেরে সাদ অনুসারীরা পুলিশের সহযোগিতা চেয়ে টঙ্গী পূর্ব থানায় আসেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় সাদপন্থীরা ময়দানের দিকে রওনা হলে আগে থেকেই লাঠি-সোটা নিয়ে অবস্থান করা জুবায়ের অনুসারীরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় সাদ অনুসারীদের একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। এ সময় প্রাইভেটকারে থাকা সাদ অনুসারীদের দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাহফুজ হান্নান গণমাধ্যম কর্মীদের বলেন, তারা ইজতেমা ময়দানের বিদেশি মেহমানখানায় প্রবেশের চেষ্টা করেন। তাদের ময়দানে জোড় ইজতেমা আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি। সাদ পন্থিরা অবৈধভাবে ময়দানে প্রবেশের চেষ্টা করলে আমাদের সাথিরা (জুবায়ের অনুসারী) তাদের প্রতিহত করে।
ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মদ সায়েম বলেন, আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে জোড় ইজতেমা আয়োজন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের (অপরাধ-দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পরে পুলিশ সদস্যদের নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা ময়দানে প্রবেশ করিনি। তারা আমাদের একটি প্রাইভেটকারে ভাঙচুর করে দুজনকে আহত করেছেন।
হামলার প্রতিবাদে নিজামুদ্দিন (সাদ পন্থী) অনুসারীদের সংবাদ সম্মেলন
শুরায়ে নিজামী অনুসারীদের দ্বারা আক্রমণের শিকার হওয়ায় নিজামুদ্দিন অনুসারীদের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপরে নিজামুদ্দিন অনুসারীদের গাড়িতে অতর্কিত হামলা করেন শুরায়ে নিজামের অনুসারীরা। এ সময় পাঁচজন আহত হয়েছে বলেও জানান তারা। এ সময় তারা দাবি করেন, আগামী ২০ তারিখে যাতে জোড় ইজতেমা করতে না পারে তার জন্যই তাদের উপর এই হামলা করা হয়েছে।
নিজামুদ্দিন অনুসারীদের পক্ষে বিদেশি মেহমানদের সমন্বয়কারী রেজা আরিফ বলেন, আমরা চাই তাদেরকে আল্লাহ বুঝ দান করুক, এরকম নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাই এবং সেই সাথে আগামী ২০-২৪ ডিসেম্বর জোড় ইজতেমা করবো। আমরা সরকারের উপর আস্থা রেখেছি এবং আমরা দেখতে চাই সরকার শেষ পর্যন্ত কি করে।
বিশ্ব ইজতেমার প্রস্ততি হিসেবে সাদপন্থীদের জোড় ইজতেমা ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ৩ ডিসেম্বর সমাপ্ত হওয়া শুরায়ে নেজামের জোড় ইজতেমার পর থেকে মাঠের নিয়ন্ত্রণে থাকে তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে। তারা আরো বলছেন, সাদপন্থীরা ৪ ফেব্রুয়ারী ইজতেমা ময়দান ছাড়বেন। এই অবস্থায় সাদপন্থীরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আর শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘন্টাই পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম সংবাদকে বলেন, জোবায়ের পন্থীরা মহাসড়ক অবরোধ ছিল, আমরা তাদেরকে অনুরোধ করে সড়ক থেকে সড়িয়ে দিয়েছি। এখন তারা সড়কে নেই। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা সজাগ আছি। সেনাবাহিনী, র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আর মারামারির বিষয়ে তারা (সাদ পন্থী) যদি অভিযোগ দেয় আমরা মামলা নিয়ে নিব। প্রচলিত আইনে যারা আঘাত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
অপরদিকে সাদপন্থীদের সাংবাদিক সম্মেলন
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে প্রবেশ করাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও একটি প্রাইভেটকারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাবলিগ জামাতের শুরায়ে নিজাম (মাওলানা জুবায়েরের) অনুসারীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়েরের পাঁচ শতাধিক অনুসারী অবস্থান নেন। ১ ঘণ্টাব্যাপী অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশের অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যান। এছাড়া নলজানি এলাকায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাদপন্থিরা।
শুরায়ে নিজামীর অনুসারীদের হামলায় তাদের লোকজন আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাদ পন্থি ইজতেমার আয়োজকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
জানা গেছে, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫২) ও মাওলানা আতাউর (৫৪) আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাদপন্থীদের সূত্রে জানা গেছে, মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে আয়োজিত গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা পালন করেন কয়েক হাজার মুসল্লি। এরপর দ্বিতীয় ধাপে আগামী ২০–২৪ ডিসেম্বরে জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চান মাওলানা সাদ কান্ধলভির আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা। তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জোড় ইজতেমার অনুমতি দেওয়া হয়নি মাওলানা সাদ অনুসারীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বি ইজতেমা ময়দানের পশ্চিম অংশে যান। এতে বাধা দেন জুবায়ের অনুসারীরা। ময়দানে প্রবেশ করতে না পেরে সাদ অনুসারীরা পুলিশের সহযোগিতা চেয়ে টঙ্গী পূর্ব থানায় আসেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় সাদপন্থীরা ময়দানের দিকে রওনা হলে আগে থেকেই লাঠি-সোটা নিয়ে অবস্থান করা জুবায়ের অনুসারীরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় সাদ অনুসারীদের একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। এ সময় প্রাইভেটকারে থাকা সাদ অনুসারীদের দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাহফুজ হান্নান গণমাধ্যম কর্মীদের বলেন, তারা ইজতেমা ময়দানের বিদেশি মেহমানখানায় প্রবেশের চেষ্টা করেন। তাদের ময়দানে জোড় ইজতেমা আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি। সাদ পন্থিরা অবৈধভাবে ময়দানে প্রবেশের চেষ্টা করলে আমাদের সাথিরা (জুবায়ের অনুসারী) তাদের প্রতিহত করে।
ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মদ সায়েম বলেন, আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে জোড় ইজতেমা আয়োজন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের (অপরাধ-দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পরে পুলিশ সদস্যদের নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা ময়দানে প্রবেশ করিনি। তারা আমাদের একটি প্রাইভেটকারে ভাঙচুর করে দুজনকে আহত করেছেন।
হামলার প্রতিবাদে নিজামুদ্দিন (সাদ পন্থী) অনুসারীদের সংবাদ সম্মেলন
শুরায়ে নিজামী অনুসারীদের দ্বারা আক্রমণের শিকার হওয়ায় নিজামুদ্দিন অনুসারীদের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপরে নিজামুদ্দিন অনুসারীদের গাড়িতে অতর্কিত হামলা করেন শুরায়ে নিজামের অনুসারীরা। এ সময় পাঁচজন আহত হয়েছে বলেও জানান তারা। এ সময় তারা দাবি করেন, আগামী ২০ তারিখে যাতে জোড় ইজতেমা করতে না পারে তার জন্যই তাদের উপর এই হামলা করা হয়েছে।
নিজামুদ্দিন অনুসারীদের পক্ষে বিদেশি মেহমানদের সমন্বয়কারী রেজা আরিফ বলেন, আমরা চাই তাদেরকে আল্লাহ বুঝ দান করুক, এরকম নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাই এবং সেই সাথে আগামী ২০-২৪ ডিসেম্বর জোড় ইজতেমা করবো। আমরা সরকারের উপর আস্থা রেখেছি এবং আমরা দেখতে চাই সরকার শেষ পর্যন্ত কি করে।
বিশ্ব ইজতেমার প্রস্ততি হিসেবে সাদপন্থীদের জোড় ইজতেমা ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ৩ ডিসেম্বর সমাপ্ত হওয়া শুরায়ে নেজামের জোড় ইজতেমার পর থেকে মাঠের নিয়ন্ত্রণে থাকে তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে। তারা আরো বলছেন, সাদপন্থীরা ৪ ফেব্রুয়ারী ইজতেমা ময়দান ছাড়বেন। এই অবস্থায় সাদপন্থীরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আর শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘন্টাই পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম সংবাদকে বলেন, জোবায়ের পন্থীরা মহাসড়ক অবরোধ ছিল, আমরা তাদেরকে অনুরোধ করে সড়ক থেকে সড়িয়ে দিয়েছি। এখন তারা সড়কে নেই। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা সজাগ আছি। সেনাবাহিনী, র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আর মারামারির বিষয়ে তারা (সাদ পন্থী) যদি অভিযোগ দেয় আমরা মামলা নিয়ে নিব। প্রচলিত আইনে যারা আঘাত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।