গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি নিষেধ প্রত্যাহার হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।
তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সন্ধ্যায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুলিশ কমিশনার ড: নাজমুল করিম খান সংবাদকে বলেন, পুলিশ প্রত্যাহার হয়নি পুলিশ মুসল্লিদের সার্বিক সেবায় নিয়োজিত থাকবে। ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের স্বাভাবিক কার্যক্রম এবং মাঠ প্রস্তুতির জন্য কাজ করতে আর কোন বিধি নিষেধ নেই। যেহেতু জোবায়ের পন্থীদের ইজতেমা আগে করার কথা তাই তাদেরকে মাঠ প্রস্তুত করার জন্য সুযোগ দেওয়া উচিত তাই দেয়া হচ্ছে।
গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এঘটনায় ওইদিনই দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিধিনিষেধ জারি করা হয়েছিল।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি নিষেধ প্রত্যাহার হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।
তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সন্ধ্যায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুলিশ কমিশনার ড: নাজমুল করিম খান সংবাদকে বলেন, পুলিশ প্রত্যাহার হয়নি পুলিশ মুসল্লিদের সার্বিক সেবায় নিয়োজিত থাকবে। ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের স্বাভাবিক কার্যক্রম এবং মাঠ প্রস্তুতির জন্য কাজ করতে আর কোন বিধি নিষেধ নেই। যেহেতু জোবায়ের পন্থীদের ইজতেমা আগে করার কথা তাই তাদেরকে মাঠ প্রস্তুত করার জন্য সুযোগ দেওয়া উচিত তাই দেয়া হচ্ছে।
গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এঘটনায় ওইদিনই দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিধিনিষেধ জারি করা হয়েছিল।