সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে যৌথ বাহিনী আটক করেছে। রোববার দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানিয়েছেন, যৌথ বাহিনী তাঁকে আটক করার পর বর্তমানে জেলা সদরে হেফাজতে রেখেছে। তবে আটকের কারণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। ওসি আরও জানান, লতিফ বিশ্বাসের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং তাঁর বিরুদ্ধে বেলকুচি থানায় কোনো মামলা নেই।
এর আগে শনিবার রাতে এনায়েতপুর দরবার শরিফে ওরসে অংশ নিতে গেলে স্থানীয় দুর্বৃত্তরা তাঁর গাড়িতে হামলা চালায়। হামলার ঘটনায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং দরবার শরিফের আনসার সদস্যরা তাঁকে নিরাপদে উদ্ধার করেন।
উল্লেখ্য, লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২3 সালের জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর থেকে তিনি নিজ এলাকাতেই অবস্থান করছিলেন।
রোববার, ০৫ জানুয়ারী ২০২৫
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে যৌথ বাহিনী আটক করেছে। রোববার দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানিয়েছেন, যৌথ বাহিনী তাঁকে আটক করার পর বর্তমানে জেলা সদরে হেফাজতে রেখেছে। তবে আটকের কারণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। ওসি আরও জানান, লতিফ বিশ্বাসের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং তাঁর বিরুদ্ধে বেলকুচি থানায় কোনো মামলা নেই।
এর আগে শনিবার রাতে এনায়েতপুর দরবার শরিফে ওরসে অংশ নিতে গেলে স্থানীয় দুর্বৃত্তরা তাঁর গাড়িতে হামলা চালায়। হামলার ঘটনায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং দরবার শরিফের আনসার সদস্যরা তাঁকে নিরাপদে উদ্ধার করেন।
উল্লেখ্য, লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২3 সালের জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর থেকে তিনি নিজ এলাকাতেই অবস্থান করছিলেন।