জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের কাজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সেই আলোকে ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে।”
তবে কবে থেকে এ আলোচনা শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবি জানালেও প্রেস সচিব জানান, “কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।” এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ কর্মসূচি এবং সারাদেশে জনসংযোগ চলমান রয়েছে।
জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়ে এ আন্দোলন সরকার পতনের নেতৃত্ব দেয়। তবে কর্মসূচির ঠিক আগের দিন সরকারের পক্ষ থেকে একই ধরনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পরই সরকারের এ উদ্যোগকে সমর্থন দেয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন প্রেস সচিব।
তিনি বলেন, “হাসিনাকে ফিরিয়ে এনে তার আমলের খুন, গুম, চোরতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হবে। এটি জাতির আকাঙ্ক্ষা।”
এ বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
সরকার পতন আন্দোলনের সময় নিহত ছয় সাংবাদিকের হত্যার তদন্ত অগ্রাধিকারভিত্তিতে করা হচ্ছে। এছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করে যাচ্ছে বলে জানান প্রেস সচিব।
রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাসসকে আরও শক্তিশালী করার পরিকল্পনা সরকারের আছে উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।”
বুলগেরিয়া, রোমানিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি।
রোববার, ০৫ জানুয়ারী ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের কাজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সেই আলোকে ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে।”
তবে কবে থেকে এ আলোচনা শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবি জানালেও প্রেস সচিব জানান, “কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।” এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ কর্মসূচি এবং সারাদেশে জনসংযোগ চলমান রয়েছে।
জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়ে এ আন্দোলন সরকার পতনের নেতৃত্ব দেয়। তবে কর্মসূচির ঠিক আগের দিন সরকারের পক্ষ থেকে একই ধরনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পরই সরকারের এ উদ্যোগকে সমর্থন দেয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন প্রেস সচিব।
তিনি বলেন, “হাসিনাকে ফিরিয়ে এনে তার আমলের খুন, গুম, চোরতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হবে। এটি জাতির আকাঙ্ক্ষা।”
এ বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
সরকার পতন আন্দোলনের সময় নিহত ছয় সাংবাদিকের হত্যার তদন্ত অগ্রাধিকারভিত্তিতে করা হচ্ছে। এছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করে যাচ্ছে বলে জানান প্রেস সচিব।
রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাসসকে আরও শক্তিশালী করার পরিকল্পনা সরকারের আছে উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।”
বুলগেরিয়া, রোমানিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি।