প্রশিক্ষণ চলাকালে নানা অভিযোগে অব্যাহতি দেয়া ৩শ’র বেশি সাব-ইন্সপেক্টর (এসআই) তাদের চাকরি ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে অব্যাহতি দেয়া ২শ’র বেশি এসআই সচিবালয়ের কাছে জিরো পয়েন্টে অবস্থান তাদের চাকরি ফিরে পাওয়ার দাবি তুলেছেন। তারা দুপুর পর্যন্ত অবস্থান করছিল।
পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়।
সরকার পতনের পর বিভিন্ন সময় তাদেরকে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ চলতি মাসেও আরও ৮ জনকে অব্যাহতি দেয়া হয়। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচৈই করার অভিযোগ রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া অব্যাহতি পাওয়া একজন পুলিশ সদস্য জানান, এক বছর ট্রেনিং নেয়ার পর সামান্য ব্যাপারে আমাদেরকে অব্যাহতি দেয়া হয়। আমরা চাকরি পুনর্বহাল চাই।
আমরা সবাই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাকি ট্রেনিং শেষ করে অতিদ্রুত কাজে যোগদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এর জন্য সকাল ৯টা থেকে অব্যাহতিপ্রাপ্তরা জিরো পয়েন্টে অবস্থান করছিল।
সাজেদুল হাসান নামে একজন উপস্থিত সাংবাদিকদেরকে জানান, ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে তাদেরকে অবহতি দেয়ার প্রতিবাদে এবং ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে তারা অব্যাহতি প্রাপ্ত ৩২১ জন সাব-ইন্সপেক্টর অবস্থান কর্মসূচি পালন করছে। এটা তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, অতিদ্রুত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক।
অব্যাহতি দেয়া একজন নারী সাংবাদিককে বলেন, চাকরির সব ধরনের পরীক্ষা দিয়ে, সব যোগ্যতা পরিপূর্ণ করে ট্রেনিং নিয়েছি। সেখানে কোনো কারণ ছাড়া সম্পূর্ণ অযৌক্তিক ভাবে আমাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি দিয়ে কোনো প্রতিকার পাইনি।
রাজধানীর শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সংবাদকে জানান, সকাল ১০টার দিকে দুই থেকে আড়াইশ অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সচিবালয়ের উল্টো পাশের রাস্তায় জিরো পয়েন্টের কাছে কর্মসূচি পালন করেছে। তারা দুপুর প্রায় ১টা পর্যন্ত ছিল।
পুলিশের একাধিক সূত্রের অভিযোগ, অব্যাহতি দেয়া কেউ কেউ রাজনীতি বা দলীয় পরিচয় রয়েছে। কেউ ছাত্রজীবনে রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণ করেছে। কেউ ছাত্রনেতা ছিল বলে প্রশ্ন উঠেছে। এই সব কারণসহ নানা অভিযোগে তাদেরকে অব্যাহতি দেয়া হতে পারে বলে অনেকেই মন্তব্য করেন।
ট্রেনিং সেন্টারগুলোতে একের পর এক অব্যাহতির কারণে এখন চাপা অস্থিরতা বিরাজ করছে।
পুলিশ হেডকেয়ার্টার্স থেকে বলা হয়েছে, আইনি প্রক্রিয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও ট্রেনিং থেকে বিভিন্ন সময় অনেকেই নানা কারণে বাদ পড়তে পারেন।
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫
প্রশিক্ষণ চলাকালে নানা অভিযোগে অব্যাহতি দেয়া ৩শ’র বেশি সাব-ইন্সপেক্টর (এসআই) তাদের চাকরি ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে অব্যাহতি দেয়া ২শ’র বেশি এসআই সচিবালয়ের কাছে জিরো পয়েন্টে অবস্থান তাদের চাকরি ফিরে পাওয়ার দাবি তুলেছেন। তারা দুপুর পর্যন্ত অবস্থান করছিল।
পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়।
সরকার পতনের পর বিভিন্ন সময় তাদেরকে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ চলতি মাসেও আরও ৮ জনকে অব্যাহতি দেয়া হয়। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচৈই করার অভিযোগ রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া অব্যাহতি পাওয়া একজন পুলিশ সদস্য জানান, এক বছর ট্রেনিং নেয়ার পর সামান্য ব্যাপারে আমাদেরকে অব্যাহতি দেয়া হয়। আমরা চাকরি পুনর্বহাল চাই।
আমরা সবাই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাকি ট্রেনিং শেষ করে অতিদ্রুত কাজে যোগদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এর জন্য সকাল ৯টা থেকে অব্যাহতিপ্রাপ্তরা জিরো পয়েন্টে অবস্থান করছিল।
সাজেদুল হাসান নামে একজন উপস্থিত সাংবাদিকদেরকে জানান, ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে তাদেরকে অবহতি দেয়ার প্রতিবাদে এবং ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে তারা অব্যাহতি প্রাপ্ত ৩২১ জন সাব-ইন্সপেক্টর অবস্থান কর্মসূচি পালন করছে। এটা তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, অতিদ্রুত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক।
অব্যাহতি দেয়া একজন নারী সাংবাদিককে বলেন, চাকরির সব ধরনের পরীক্ষা দিয়ে, সব যোগ্যতা পরিপূর্ণ করে ট্রেনিং নিয়েছি। সেখানে কোনো কারণ ছাড়া সম্পূর্ণ অযৌক্তিক ভাবে আমাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি দিয়ে কোনো প্রতিকার পাইনি।
রাজধানীর শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সংবাদকে জানান, সকাল ১০টার দিকে দুই থেকে আড়াইশ অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সচিবালয়ের উল্টো পাশের রাস্তায় জিরো পয়েন্টের কাছে কর্মসূচি পালন করেছে। তারা দুপুর প্রায় ১টা পর্যন্ত ছিল।
পুলিশের একাধিক সূত্রের অভিযোগ, অব্যাহতি দেয়া কেউ কেউ রাজনীতি বা দলীয় পরিচয় রয়েছে। কেউ ছাত্রজীবনে রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণ করেছে। কেউ ছাত্রনেতা ছিল বলে প্রশ্ন উঠেছে। এই সব কারণসহ নানা অভিযোগে তাদেরকে অব্যাহতি দেয়া হতে পারে বলে অনেকেই মন্তব্য করেন।
ট্রেনিং সেন্টারগুলোতে একের পর এক অব্যাহতির কারণে এখন চাপা অস্থিরতা বিরাজ করছে।
পুলিশ হেডকেয়ার্টার্স থেকে বলা হয়েছে, আইনি প্রক্রিয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও ট্রেনিং থেকে বিভিন্ন সময় অনেকেই নানা কারণে বাদ পড়তে পারেন।