গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মহানগর এবং জেলার শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এসব ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক নাদির উজ-জ্জামান জানান, ওই যুবক রেললাইনের ওপর মাথা দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
অন্যদিকে, শ্রীপুরের ইজ্জতপুর বিন্দুবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে আরেক যুবকের মৃত্যু হয়। শ্রীপুর রেল স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রেল পুলিশকে জানানো হয়েছে।
ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি এলাকায় ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এখলাস উদ্দিন (২৬) নিহত হন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী আহত হয়েছেন। পুলিশ ড্রামট্রাক চালক ও সহকারীকে আটক করেছে।
অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত
কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর গজারিয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সাথে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার গাজীপুর মহানগরের বনগ্রাম এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মহানগর এবং জেলার শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এসব ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক নাদির উজ-জ্জামান জানান, ওই যুবক রেললাইনের ওপর মাথা দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
অন্যদিকে, শ্রীপুরের ইজ্জতপুর বিন্দুবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে আরেক যুবকের মৃত্যু হয়। শ্রীপুর রেল স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রেল পুলিশকে জানানো হয়েছে।
ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি এলাকায় ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এখলাস উদ্দিন (২৬) নিহত হন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী আহত হয়েছেন। পুলিশ ড্রামট্রাক চালক ও সহকারীকে আটক করেছে।
অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত
কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর গজারিয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সাথে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার গাজীপুর মহানগরের বনগ্রাম এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।