কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের ৩৮ দিন পর কবর থেকে তরিকুল শেখ নামে এক ট্রাকচালকের মরদেহ উত্তোলন করা হয়েছে। গত বুধবার সকাল ১১টা ৩৯ মিনিটে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইৎলু মামুর কবরস্থান থেকে লাশটি তোলা হয়। তরিকুল শেখ ওই এলাকার ছাবদ্লু শেখের ছেলে। আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন, কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক মো. খায়রুজ্জামান ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক মো. খায়রুজ্জামান বলেন, মাদকদ্রব্য গাঁজা না পেয়ে চালককে হত্যা করেছিল হেলপার আল আমিন। আদালতের জবানবন্দিতে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন। তবে নিহতের পরিবারের দাবি, পাওনা টাকার জেরে তরিক্লুকে লোহার গ্রিসগান দিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছিল তাঁর ট্রাকের হেলপার। হেলপার আল আমিন শেখ জেলার খোকসা উপজেলার শিংগুড়িয়ার চরপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের ৩৮ দিন পর কবর থেকে তরিকুল শেখ নামে এক ট্রাকচালকের মরদেহ উত্তোলন করা হয়েছে। গত বুধবার সকাল ১১টা ৩৯ মিনিটে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইৎলু মামুর কবরস্থান থেকে লাশটি তোলা হয়। তরিকুল শেখ ওই এলাকার ছাবদ্লু শেখের ছেলে। আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন, কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক মো. খায়রুজ্জামান ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক মো. খায়রুজ্জামান বলেন, মাদকদ্রব্য গাঁজা না পেয়ে চালককে হত্যা করেছিল হেলপার আল আমিন। আদালতের জবানবন্দিতে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন। তবে নিহতের পরিবারের দাবি, পাওনা টাকার জেরে তরিক্লুকে লোহার গ্রিসগান দিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছিল তাঁর ট্রাকের হেলপার। হেলপার আল আমিন শেখ জেলার খোকসা উপজেলার শিংগুড়িয়ার চরপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।