চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাত ১টায় চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেড জব্দ করা হয়, আটক করা হয় ৮ জনকে। পরে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামীদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাত ১টায় চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেড জব্দ করা হয়, আটক করা হয় ৮ জনকে। পরে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামীদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।