চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে দখল করে বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম উত্তর বনবিভাগের সর্তা বনবিটের আওতাধীন লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলম মেম্বার বাড়ি সংলগ্ন বনবিভাগের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে কৃষ্ণনগর মৌজার বনবিভাগের ৫২ শতক জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, নাজিরহাট রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম এবং সর্তা বিট কর্মকর্তা রবিউল ইসলাম ও লতিফুর রহমান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, সর্তা বনবিটের কৃষ্ণনগর মৌজার বনবিভাগের ৫২ শতক জায়গা ধর্মপুর আজাদী বাজারের জনৈক মোজাহারুল ইসলাম নামের এক ব্যক্তি দখল করে স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করে বনবিভাগের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে দখল করে বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম উত্তর বনবিভাগের সর্তা বনবিটের আওতাধীন লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলম মেম্বার বাড়ি সংলগ্ন বনবিভাগের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে কৃষ্ণনগর মৌজার বনবিভাগের ৫২ শতক জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, নাজিরহাট রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম এবং সর্তা বিট কর্মকর্তা রবিউল ইসলাম ও লতিফুর রহমান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, সর্তা বনবিটের কৃষ্ণনগর মৌজার বনবিভাগের ৫২ শতক জায়গা ধর্মপুর আজাদী বাজারের জনৈক মোজাহারুল ইসলাম নামের এক ব্যক্তি দখল করে স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করে বনবিভাগের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।