আহত পাঁচজন হাসপাতালে, তিনজনই শিশু
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
নিহতরা হলেন—সায়মা আক্তার ইতি (৩৫), শামীমা ইয়াসমিন (৩৮), সোহেল ভূঁইয়া (৩৮) এবং ছয় বছরের শিশু আয়ান।
নিহতদের পরিবারের সদস্য মেহেদী হাসান জানান, তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে মাজার জিয়ারতে এসেছিলেন। ফেরার পথে ওসমানীনগরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার দুই খালা, মামা ও খালাতো ভাই নিহত হন।
ওসি মোনায়েম মিয়া বলেন, ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল, আর প্রাইভেট কারটি ঢাকা থেকে সিলেট আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
আহত পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের কনস্টেবল বলরাম দাস জানান, আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
আহত পাঁচজন হাসপাতালে, তিনজনই শিশু
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
নিহতরা হলেন—সায়মা আক্তার ইতি (৩৫), শামীমা ইয়াসমিন (৩৮), সোহেল ভূঁইয়া (৩৮) এবং ছয় বছরের শিশু আয়ান।
নিহতদের পরিবারের সদস্য মেহেদী হাসান জানান, তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে মাজার জিয়ারতে এসেছিলেন। ফেরার পথে ওসমানীনগরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার দুই খালা, মামা ও খালাতো ভাই নিহত হন।
ওসি মোনায়েম মিয়া বলেন, ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল, আর প্রাইভেট কারটি ঢাকা থেকে সিলেট আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
আহত পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের কনস্টেবল বলরাম দাস জানান, আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।