ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, সকাল থেকেই কলেজে ভর্তি কার্যক্রম চলছিল। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, হাতাহাতির সময় বহিরাগত কিছু লোকও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল। তবে কলেজ প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয়। তার ভাষ্য, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান খান জানান, দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের ব্ক্তব্য জানা যায়নি।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, সকাল থেকেই কলেজে ভর্তি কার্যক্রম চলছিল। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, হাতাহাতির সময় বহিরাগত কিছু লোকও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল। তবে কলেজ প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয়। তার ভাষ্য, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান খান জানান, দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের ব্ক্তব্য জানা যায়নি।