চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গতকাল চালু হয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামের দুটি ট্রেন। প্রথম দিনেই ট্রেন দুটিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিন শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৪৩৮ টাকা।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানি বলেন, সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম-কক্সবাজার যাত্রাপথে ৮টি স্টেশনে এবং প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করে।
শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশনে প্রথম দিনে ২ হাজার ৫৫ টি টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেসব স্টেশনেও টিকিট বিক্রি হয়েছে। তিনি আরও জানান, কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে এই দুই জোড়া ট্রেনের যাত্রী চাহিদা খুব বেশী। সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই ট্রেন দুটি চলবে।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গতকাল চালু হয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামের দুটি ট্রেন। প্রথম দিনেই ট্রেন দুটিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিন শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৪৩৮ টাকা।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানি বলেন, সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম-কক্সবাজার যাত্রাপথে ৮টি স্টেশনে এবং প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করে।
শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশনে প্রথম দিনে ২ হাজার ৫৫ টি টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেসব স্টেশনেও টিকিট বিক্রি হয়েছে। তিনি আরও জানান, কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে এই দুই জোড়া ট্রেনের যাত্রী চাহিদা খুব বেশী। সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই ট্রেন দুটি চলবে।