সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। শনিবার ১লা ফেব্রুয়ারি বিকেলে জেলার কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্ররা হলো- সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫) ও সারজিল (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে এসে তারা রোববার দুপুরে ছয়জন মিলে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। শনিবার ১লা ফেব্রুয়ারি বিকেলে জেলার কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্ররা হলো- সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫) ও সারজিল (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে এসে তারা রোববার দুপুরে ছয়জন মিলে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়।