বাসা থেকে ট্রেনিংয়ের উদ্দ্যেশ্যে বের হওয়ার পর চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলে মিলল রুবেল হাসান রাফি নামে এক যুবকের মরদেহ। রোববার দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি দেখে উদ্ধার করে পুলিশ। মৃত রুবেল হাসান রাফি হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে। তিনি গ্লোব ফার্মাসিটিক্যালসে মতলব উত্তরে কর্মরত ছিলেন। শনিবার সকালে অফিসের ট্রেনিংয়ে যোগ দিতে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়ে গ্রামের বাড়ি থেকে বের হন তিনি। তার মরদেহ চাঁদপুর শহরের বিপনিবাগ রূপসি হোটেল থেকে উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
বাসা থেকে ট্রেনিংয়ের উদ্দ্যেশ্যে বের হওয়ার পর চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলে মিলল রুবেল হাসান রাফি নামে এক যুবকের মরদেহ। রোববার দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি দেখে উদ্ধার করে পুলিশ। মৃত রুবেল হাসান রাফি হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে। তিনি গ্লোব ফার্মাসিটিক্যালসে মতলব উত্তরে কর্মরত ছিলেন। শনিবার সকালে অফিসের ট্রেনিংয়ে যোগ দিতে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়ে গ্রামের বাড়ি থেকে বের হন তিনি। তার মরদেহ চাঁদপুর শহরের বিপনিবাগ রূপসি হোটেল থেকে উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।