সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাজার ১০ মিনিট আগে মারা গেছেন স্বামী। রোববার সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বিকেল ৫টায় পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামের জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০) মারা যান। পরদিন রোবার সকাল ১১টায় তার জানাযা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন পরিবার ও এলাকাবাসী। স্ত্রীর জানাজার ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে স্ত্রীর জানাযার পূর্বেই তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু বিধিবাম; স্ত্রীর জানাজার মাত্র ১০ মিনিট আগে মৃত্যুবরণ করেন জমসিদ আলী (১০৫)
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাজার ১০ মিনিট আগে মারা গেছেন স্বামী। রোববার সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বিকেল ৫টায় পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামের জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০) মারা যান। পরদিন রোবার সকাল ১১টায় তার জানাযা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন পরিবার ও এলাকাবাসী। স্ত্রীর জানাজার ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে স্ত্রীর জানাযার পূর্বেই তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু বিধিবাম; স্ত্রীর জানাজার মাত্র ১০ মিনিট আগে মৃত্যুবরণ করেন জমসিদ আলী (১০৫)