চান্দিনা ইউএনওর হস্তক্ষেপ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে সড়ক বিভাজনে বসবাস করা অসুস্থ বৃদ্ধকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ওই বৃদ্ধের শুশ্রষার দায়িত্ব নিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রোববার দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স যোগে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বিভাজন থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ ওই বৃদ্ধ তার নাম পরিচয় স্পষ্টভাবে বলতে না পারায় হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে রোগীর রেফারেন্স কলামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নাম দেয়া হয়েছে। বর্তমানে ওই বৃদ্ধ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।
এর আগে ‘মহাসড়কের বিভাজনে বসবাস অসুস্থ বৃদ্ধের’ শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের বিস্তারিত তথ্যে থাকা- ‘মহাসড়কের বিভাজনে পড়ে অবস্থান করা ওই অসুস্থ বৃদ্ধকে স্থানীয় লোকজন মাথার ওপর পলিথিনের তাবু টানিয়ে দেয়। তীব্র শীতের মধ্যে প্রায় ৪ মাস বসবাস করছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই অসুস্থ বৃদ্ধ।
অসুস্থতা তার শরীরে এমনভাবে জেঁকে বসেছে হাটা-চলা থাক দূরের কথা ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। যেখানে বসে আছেন সেখানেই ঘুমাচ্ছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে এমনকি মল-মূত্র ত্যাগও একছেন একই জায়গায়।
দীর্ঘদিন যাবৎ গোসল না থাকায় এবং শরীরে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীদের দেয়া খাবার খেয়ে কোন রকমে বেঁচে আছেন অচেনা এই বৃদ্ধ’।
এমন তথ্য ভিত্তিক সংবাদটি নজরে আসে প্রশাসনের। সেই সংবাদের সূত্র ধরে ওই বৃদ্ধকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেন উপজেলা নির্বাহী অফিসার।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, স্থানীয় সংবাদ কর্মীদের বরাদ দিয়েই উপজেলা নির্বাহী অফিসার আমার সাথে বিষয়টি শেয়ার করেন। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। এমন ঘটনা স্থানীয় সংবাদ কর্মীরা তুলে ধরায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা এমন সংবাদ প্রচার না করলে হয়ত বিষয়টি আমাদেরও নজরে আসতো না।
উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও আমাদের সার্বিক সহযোগিতায় ওই বৃদ্ধকে আমরা হাসপাতালে রেখে চিকিৎসা সেবা শুরু করেছি।
তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করবো।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন একই ভাবে সংবাদ কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ওই অসুস্থ বৃদ্ধ ঠিকমতো কথা বলতে পারছেন না।
হাসপাতালে রেখে চিকিৎসা সেবার মাধ্যমে কিছুটা সুস্থ হলে হয়ত কথাও বলতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত তিনি সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসা সেবা দিয়ে যাবো।
তিনি সুস্থ হলে এবং তার মুখ থেকে বিস্তারিত জেনে পরিবারের সন্ধান নিশ্চিত করা সম্ভব হবে।
চান্দিনা ইউএনওর হস্তক্ষেপ
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে সড়ক বিভাজনে বসবাস করা অসুস্থ বৃদ্ধকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ওই বৃদ্ধের শুশ্রষার দায়িত্ব নিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রোববার দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স যোগে চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বিভাজন থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ ওই বৃদ্ধ তার নাম পরিচয় স্পষ্টভাবে বলতে না পারায় হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে রোগীর রেফারেন্স কলামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নাম দেয়া হয়েছে। বর্তমানে ওই বৃদ্ধ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।
এর আগে ‘মহাসড়কের বিভাজনে বসবাস অসুস্থ বৃদ্ধের’ শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের বিস্তারিত তথ্যে থাকা- ‘মহাসড়কের বিভাজনে পড়ে অবস্থান করা ওই অসুস্থ বৃদ্ধকে স্থানীয় লোকজন মাথার ওপর পলিথিনের তাবু টানিয়ে দেয়। তীব্র শীতের মধ্যে প্রায় ৪ মাস বসবাস করছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই অসুস্থ বৃদ্ধ।
অসুস্থতা তার শরীরে এমনভাবে জেঁকে বসেছে হাটা-চলা থাক দূরের কথা ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। যেখানে বসে আছেন সেখানেই ঘুমাচ্ছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে এমনকি মল-মূত্র ত্যাগও একছেন একই জায়গায়।
দীর্ঘদিন যাবৎ গোসল না থাকায় এবং শরীরে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীদের দেয়া খাবার খেয়ে কোন রকমে বেঁচে আছেন অচেনা এই বৃদ্ধ’।
এমন তথ্য ভিত্তিক সংবাদটি নজরে আসে প্রশাসনের। সেই সংবাদের সূত্র ধরে ওই বৃদ্ধকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেন উপজেলা নির্বাহী অফিসার।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, স্থানীয় সংবাদ কর্মীদের বরাদ দিয়েই উপজেলা নির্বাহী অফিসার আমার সাথে বিষয়টি শেয়ার করেন। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। এমন ঘটনা স্থানীয় সংবাদ কর্মীরা তুলে ধরায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা এমন সংবাদ প্রচার না করলে হয়ত বিষয়টি আমাদেরও নজরে আসতো না।
উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও আমাদের সার্বিক সহযোগিতায় ওই বৃদ্ধকে আমরা হাসপাতালে রেখে চিকিৎসা সেবা শুরু করেছি।
তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করবো।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন একই ভাবে সংবাদ কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ওই অসুস্থ বৃদ্ধ ঠিকমতো কথা বলতে পারছেন না।
হাসপাতালে রেখে চিকিৎসা সেবার মাধ্যমে কিছুটা সুস্থ হলে হয়ত কথাও বলতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত তিনি সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসা সেবা দিয়ে যাবো।
তিনি সুস্থ হলে এবং তার মুখ থেকে বিস্তারিত জেনে পরিবারের সন্ধান নিশ্চিত করা সম্ভব হবে।