নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়ক সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি নাজিরা আনহার বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকতরা নগদ ২ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইলফোন এবং ব্যাংকের ডেবিট কার্ডসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
নাজিরা আনহার বাড়ি সাতক্ষীরা সদরের পদ্মাশাথরা গ্রামে। তিনি বর্তমানে তার বাবা মো. নজরুল ইসলামের সঙ্গে পূর্বাচলের নিজস্ব বাড়িতে বসবাস করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়ক সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি নাজিরা আনহার বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকতরা নগদ ২ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইলফোন এবং ব্যাংকের ডেবিট কার্ডসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
নাজিরা আনহার বাড়ি সাতক্ষীরা সদরের পদ্মাশাথরা গ্রামে। তিনি বর্তমানে তার বাবা মো. নজরুল ইসলামের সঙ্গে পূর্বাচলের নিজস্ব বাড়িতে বসবাস করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।