যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রহিমা খাতুন পিঁপড়াগাছি গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই হত্যাকারী অপু হোসেন এবং তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন।
শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকা-ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। হত্যাকারীকে আটক করার চেষ্টা চলছে।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রহিমা খাতুন পিঁপড়াগাছি গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই হত্যাকারী অপু হোসেন এবং তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন।
শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকা-ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। হত্যাকারীকে আটক করার চেষ্টা চলছে।