ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আজাদ আলী এবং আমানত নামের দুই পক্ষের দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে থানা সূত্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
সরাইল থানার ওসি রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হবে।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আজাদ আলী এবং আমানত নামের দুই পক্ষের দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে থানা সূত্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
সরাইল থানার ওসি রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হবে।