নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কিশোর এবং এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বগুড়া সদরে ট্রাকচাপায় এক নারী এবং কুমিল্লার চান্দিনায় সড়ক পার হওয়া সময় মাইক্রোবাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সি কিশোর অন্তর ঘোষ এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফিরছিল অন্তর। পথিমধ্যে দাগনভূঁইয়ার বেকের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স’মিলের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তরসহ তার ৩ বন্ধু। নিহত কিশোর অন্তর ঘোষের মা একজন বাকপ্রতিবন্ধী। ৩ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিল অন্তর ঘোষ। অন্যদিকে, নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাকের চাপায় নজরুল ইসলাম নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই অটোরিকশার চালক। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার জামিলপুর ইউনিয়নের আজিজপুর পোলের গোড়া নামক স্থানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজিজপুর গ্রামের বাসিন্দা। আহত অটোরিকশাচালক মোহাম্মদ কিরণও একই গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বগুড়া : বগুড়া সদরের টিএমএসএস এলাকায় সোমবার রাতে ট্রাকচাপায় রেহেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। স্বামীর সঙ্গে তিনি তার এক আত্মীয়ের দাফন শেষ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় রেহেনা বেগমের স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকায়। বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকচালক হারুন মিয়াকে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসচাপায় মো. মোবারক হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন বড় কলাগাঁও গ্রামের মৃত আয়েত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত গতিতে চলে যাওয়ায় গাড়িটিতে আটকাতে ব্যর্থ হর স্থানীয়রা। তখন ঘন কুয়াশা থাকায় গাড়িটির নম্বরও সংগ্রহ করা যায়নি। পরে নিহততের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যান।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কিশোর এবং এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বগুড়া সদরে ট্রাকচাপায় এক নারী এবং কুমিল্লার চান্দিনায় সড়ক পার হওয়া সময় মাইক্রোবাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সি কিশোর অন্তর ঘোষ এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফিরছিল অন্তর। পথিমধ্যে দাগনভূঁইয়ার বেকের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স’মিলের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তরসহ তার ৩ বন্ধু। নিহত কিশোর অন্তর ঘোষের মা একজন বাকপ্রতিবন্ধী। ৩ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিল অন্তর ঘোষ। অন্যদিকে, নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাকের চাপায় নজরুল ইসলাম নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই অটোরিকশার চালক। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার জামিলপুর ইউনিয়নের আজিজপুর পোলের গোড়া নামক স্থানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজিজপুর গ্রামের বাসিন্দা। আহত অটোরিকশাচালক মোহাম্মদ কিরণও একই গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বগুড়া : বগুড়া সদরের টিএমএসএস এলাকায় সোমবার রাতে ট্রাকচাপায় রেহেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। স্বামীর সঙ্গে তিনি তার এক আত্মীয়ের দাফন শেষ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় রেহেনা বেগমের স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকায়। বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকচালক হারুন মিয়াকে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসচাপায় মো. মোবারক হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন বড় কলাগাঁও গ্রামের মৃত আয়েত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত গতিতে চলে যাওয়ায় গাড়িটিতে আটকাতে ব্যর্থ হর স্থানীয়রা। তখন ঘন কুয়াশা থাকায় গাড়িটির নম্বরও সংগ্রহ করা যায়নি। পরে নিহততের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যান।