কুমিল্লার চান্দিনায় কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে একের পর এক ফসলী মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফসলী জমি রক্ষায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ ভাবে ফসলী মাঠে মাটি কাটার অপরাধে ২ ব্যক্তিকে জরিমানাসহ ভেকুর ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামের কৃষি মাঠে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। এ সময় ওই ইউনিয়নের মাইজখার গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা এবং একই গ্রামের শরাফত আলী মৈশানের ছেলে রফিকুল ইসলাম মৈশানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
কুমিল্লার চান্দিনায় কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে একের পর এক ফসলী মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফসলী জমি রক্ষায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ ভাবে ফসলী মাঠে মাটি কাটার অপরাধে ২ ব্যক্তিকে জরিমানাসহ ভেকুর ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামের কৃষি মাঠে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। এ সময় ওই ইউনিয়নের মাইজখার গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা এবং একই গ্রামের শরাফত আলী মৈশানের ছেলে রফিকুল ইসলাম মৈশানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।