দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি ঘটিত হয়েছে। চরের দল চেতনানাশক স্প্রে করে বাসার পরিবারের লোকজনকে অজ্ঞান করে নগদ ৫৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার,৭ ভরি রূপালংকার, ১টি স্মার্ট টিভি, ১টি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন ও ১টি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবা রাত ৩টায় উপজেলার কশিগাড়ী এলাকার শিক্ষক উৎপল চন্দ্র সরকারের বাড়িতে।
এলাকাবাসীর অভিযোগ, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন চুরি-ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই ফলে ব্যবসায়ী সহ জনসাধারণ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ কয়েকটি আলোচিত চুরি-ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতরা ধরা না পড়ার কারণে চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। চুরির পর থানা পুলিশের পরিদর্শন, সংশ্লিষ্টদের সভা-সেমিনার ছাড়া আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কোন অগ্রগতি না পাওয়ায় দিনদিন শংকা আরো বৃদ্ধি পাচ্ছে। এসব চুরি, ডাকাতি,ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি ঘটিত হয়েছে। চরের দল চেতনানাশক স্প্রে করে বাসার পরিবারের লোকজনকে অজ্ঞান করে নগদ ৫৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার,৭ ভরি রূপালংকার, ১টি স্মার্ট টিভি, ১টি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, ১টি বাটন ফোন ও ১টি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবা রাত ৩টায় উপজেলার কশিগাড়ী এলাকার শিক্ষক উৎপল চন্দ্র সরকারের বাড়িতে।
এলাকাবাসীর অভিযোগ, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন চুরি-ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই ফলে ব্যবসায়ী সহ জনসাধারণ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ কয়েকটি আলোচিত চুরি-ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতরা ধরা না পড়ার কারণে চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। চুরির পর থানা পুলিশের পরিদর্শন, সংশ্লিষ্টদের সভা-সেমিনার ছাড়া আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কোন অগ্রগতি না পাওয়ায় দিনদিন শংকা আরো বৃদ্ধি পাচ্ছে। এসব চুরি, ডাকাতি,ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।