চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রী, নওগাঁর সাপাহারে ভটভটি উল্টে চালক, বাগেরহাটের নলছিটিতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক পরিছন্নকর্মী এবং জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খব
ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় তানিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সেয়ানপাড়া হাফেজ সওদাগর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার কাঞ্চননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামাল উদ্দিনের মেয়ে। সে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়োর ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে এই ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া আন্ধার দিঘী গ্রামে ভটভটি উল্টে চালক আলমগীর হোসেন নিহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভটভটি নিয়ে মাঠ থেকে সরিষাবোঝাই করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। পথে তার চলন্ত ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সরিষা বোঝাই ভটভটির নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় কৃষকরা তাকে ভটভটির নিচ থেকে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন হাপানিয়া আন্ধার দিঘী গ্রামের মো. জমশেদ আলীর ছেলে। সংবাদ পেয়ে সাপাহার থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. বাকিয়ার মোল্লা নামে লেবুখালী সিএমএইচের এক বেসামরিক পরিছন্নকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির চালক মো. বাবু এবং আরওহী আরিফুল ইসলাম। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ভরতকাঠি গ্রামের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ এলাকায় বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলামকে লেবুখালী সিএমএইচে এবং সিএনজিচালক মো. বাবুকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সিএনজিচালক মো. বাবু জেলার দুমকি উপজেলার লেবুখালী এলাকার আব্দুস সালামের ছেলে। নিহত বাকিয়ার বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী (সিএস নম্বর-৩২৪৭৪৫, লেবুখালী সেনানিবাস) আহত আরিফুল ইসলাম, বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী (সিএস নম্বর-৩২৫২১৩, একই সেনানিবাস)। এই দুজনের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে মাংস কিনতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় আসলাম হোসেন নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের ডাকবাংলোসংলগ্ন রূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন পৌর এলাকার শান্তা গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই আসলাম হোসেন মারা যান। নিহতের পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ পেলে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রী, নওগাঁর সাপাহারে ভটভটি উল্টে চালক, বাগেরহাটের নলছিটিতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক পরিছন্নকর্মী এবং জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খব
ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় তানিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সেয়ানপাড়া হাফেজ সওদাগর মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার কাঞ্চননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামাল উদ্দিনের মেয়ে। সে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়োর ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে এই ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া আন্ধার দিঘী গ্রামে ভটভটি উল্টে চালক আলমগীর হোসেন নিহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভটভটি নিয়ে মাঠ থেকে সরিষাবোঝাই করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। পথে তার চলন্ত ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সরিষা বোঝাই ভটভটির নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় কৃষকরা তাকে ভটভটির নিচ থেকে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন হাপানিয়া আন্ধার দিঘী গ্রামের মো. জমশেদ আলীর ছেলে। সংবাদ পেয়ে সাপাহার থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. বাকিয়ার মোল্লা নামে লেবুখালী সিএমএইচের এক বেসামরিক পরিছন্নকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির চালক মো. বাবু এবং আরওহী আরিফুল ইসলাম। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ভরতকাঠি গ্রামের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ এলাকায় বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলামকে লেবুখালী সিএমএইচে এবং সিএনজিচালক মো. বাবুকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সিএনজিচালক মো. বাবু জেলার দুমকি উপজেলার লেবুখালী এলাকার আব্দুস সালামের ছেলে। নিহত বাকিয়ার বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী (সিএস নম্বর-৩২৪৭৪৫, লেবুখালী সেনানিবাস) আহত আরিফুল ইসলাম, বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী (সিএস নম্বর-৩২৫২১৩, একই সেনানিবাস)। এই দুজনের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে মাংস কিনতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় আসলাম হোসেন নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের ডাকবাংলোসংলগ্ন রূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন পৌর এলাকার শান্তা গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই আসলাম হোসেন মারা যান। নিহতের পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ পেলে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।