ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ বিঘা জমির ২টি পানের বরজ ভস্মীভূত হয়েছে। অন্যদিকে, রংপুরের পীরগাছায় জমিজমার অংশীদারিত্বের জেরে পোলের ঢেবিতে (গোখাদ্য) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ বিঘা জমির ২টি পানের বরজ ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় ৪ জন কৃষকের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেনÑ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে পাতা মন্ডল, একই গ্রামের জগদিশ চন্দ্র জগা ভদ্রের ছেলে কৃষ্ণ ভদ্র, সুধীর ভদ্রের ছেলে উত্তম ভদ্র এবং রফিকুল মন্ডলের ছেলে ইরমান মন্ডল। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, থবর পেয়ে আমরা ওই পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় জমিজমার অংশীদারিত্বের জেরে বসতবাড়ি ভাঙচুর এবং পোলের ঢেবিতে (গোখাদ্য) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এক পর্যায়ে ৯৯৯-এ অভিযোগ করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন স্থানীয়রা। এসআই আব্দুর রাজ্জাক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মৃত তছিরুল্লাহর মেয়ে তাহেরন্নেছা ও তারামাঈয়ের কোনো ছেলে নেই। তছিরুল্লাহর ছেলে না থাকায় ভাই মহিরের ছেলে মিজানুর রহমানদের সঙ্গে ৮২ শতক ফৌউত জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন হতে। ওই ঘটনায় বৃহস্পতিবার দিনের বেলায় মিজানুর গ্রুপ তাহেরন্নেছার নালিশী ৮২ শতক জমি দখল করেন। গভীর রাতে মিজানুরদের পোলের ঢেবিতে (গোখাদ্য) কে বা কারা আগুন লাগিয়ে দেস। এরপর উভয় পক্ষের বসতবাড়ি ভাঙচুর করা হয়।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমি ঘটনাস্থলে থানার একজন অফিসারকে পাঠিয়েছি, যাতে সেখানে করে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ বিঘা জমির ২টি পানের বরজ ভস্মীভূত হয়েছে। অন্যদিকে, রংপুরের পীরগাছায় জমিজমার অংশীদারিত্বের জেরে পোলের ঢেবিতে (গোখাদ্য) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ বিঘা জমির ২টি পানের বরজ ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় ৪ জন কৃষকের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেনÑ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে পাতা মন্ডল, একই গ্রামের জগদিশ চন্দ্র জগা ভদ্রের ছেলে কৃষ্ণ ভদ্র, সুধীর ভদ্রের ছেলে উত্তম ভদ্র এবং রফিকুল মন্ডলের ছেলে ইরমান মন্ডল। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, থবর পেয়ে আমরা ওই পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় জমিজমার অংশীদারিত্বের জেরে বসতবাড়ি ভাঙচুর এবং পোলের ঢেবিতে (গোখাদ্য) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এক পর্যায়ে ৯৯৯-এ অভিযোগ করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন স্থানীয়রা। এসআই আব্দুর রাজ্জাক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মৃত তছিরুল্লাহর মেয়ে তাহেরন্নেছা ও তারামাঈয়ের কোনো ছেলে নেই। তছিরুল্লাহর ছেলে না থাকায় ভাই মহিরের ছেলে মিজানুর রহমানদের সঙ্গে ৮২ শতক ফৌউত জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন হতে। ওই ঘটনায় বৃহস্পতিবার দিনের বেলায় মিজানুর গ্রুপ তাহেরন্নেছার নালিশী ৮২ শতক জমি দখল করেন। গভীর রাতে মিজানুরদের পোলের ঢেবিতে (গোখাদ্য) কে বা কারা আগুন লাগিয়ে দেস। এরপর উভয় পক্ষের বসতবাড়ি ভাঙচুর করা হয়।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমি ঘটনাস্থলে থানার একজন অফিসারকে পাঠিয়েছি, যাতে সেখানে করে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।