হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি বাজারের পাশ থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করেছে সাতছড়ি রেঞ্জের ওয়াইল্ড লাইফ কর্মীরা। শনিবার বিকেলে ইউনিয়নের সাটিয়াজুড়ি বাজারে পাশে জনতা মেছে বিড়ালটিকে ধাওয়া করলে বিড়ালটি ভয়ে একটি গাছে উঠে যায়। জনতা মেছো বিড়ালটিকে গাছ থেকে নামিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এক ব্যক্তি কালেঙ্গা ফরেস্টের রেঞ্জার মাসুদুল আলমকে খবর দেন। কালেঙ্গার রেঞ্জার সাতছড়ি ওয়াইল্ডলাইফ-এর রেঞ্জার মামুনুর রশিদকে ফোনে একটি মেছো বিড়াল পিটিয়ে মারা হচ্ছে বলে জানান। তাৎক্ষণিক সাতছড়ি বন বিটের রেঞ্জার মামুনুর রশিদের নেতৃত্বে একদল বনকর্মী মেছো বিড়ালটি সাটিয়াজুড়ি বাজার এলাকা থেকে উদ্ধার করে সাতছড়ি উদ্যানে নিয়ে আসেন। রেঞ্জার মামুনুর রশিদ বলেন, মেছো বিড়ালটি জনতার পিটুনির কারণে আহত অবস্থায় আছে। তার চিকিৎসা চলছে।
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি বাজারের পাশ থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করেছে সাতছড়ি রেঞ্জের ওয়াইল্ড লাইফ কর্মীরা। শনিবার বিকেলে ইউনিয়নের সাটিয়াজুড়ি বাজারে পাশে জনতা মেছে বিড়ালটিকে ধাওয়া করলে বিড়ালটি ভয়ে একটি গাছে উঠে যায়। জনতা মেছো বিড়ালটিকে গাছ থেকে নামিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এক ব্যক্তি কালেঙ্গা ফরেস্টের রেঞ্জার মাসুদুল আলমকে খবর দেন। কালেঙ্গার রেঞ্জার সাতছড়ি ওয়াইল্ডলাইফ-এর রেঞ্জার মামুনুর রশিদকে ফোনে একটি মেছো বিড়াল পিটিয়ে মারা হচ্ছে বলে জানান। তাৎক্ষণিক সাতছড়ি বন বিটের রেঞ্জার মামুনুর রশিদের নেতৃত্বে একদল বনকর্মী মেছো বিড়ালটি সাটিয়াজুড়ি বাজার এলাকা থেকে উদ্ধার করে সাতছড়ি উদ্যানে নিয়ে আসেন। রেঞ্জার মামুনুর রশিদ বলেন, মেছো বিড়ালটি জনতার পিটুনির কারণে আহত অবস্থায় আছে। তার চিকিৎসা চলছে।