পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. ফারুক খানকে (৪৭) গ্রেপ্তার করেছে থানাপুলিশ। মঙ্গলবার সকালে মির্জাগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি ৃমির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ফারুক খান দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকব্বর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে পার্শ^বর্তী আর্শেদ হাওলাদার বাড়ির মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে কয়েকজন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নের সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. ফারুক খানকে (৪৭) গ্রেপ্তার করেছে থানাপুলিশ। মঙ্গলবার সকালে মির্জাগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি ৃমির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ফারুক খান দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকব্বর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে পার্শ^বর্তী আর্শেদ হাওলাদার বাড়ির মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে কয়েকজন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নের সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।