অগ্নিকাণ্ডে চাঁদপুরের হাইমচরে ২৫টি এবং ফরিদপুরের মধুখালীতে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, জয়পুরহাটের আক্কেলপুরে ৩ কৃষকের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন বাজারে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টায় এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সব দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইমচর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চাঁদপুর এবং ফরিদগঞ্জ থেকে আরও ২টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রতন শেখ জানান, প্রাথমিকভাবে তাদের রিজার্ভ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু রিজার্ভ পানি শেষ হয়ে গেলে পুকুর থেকে পানি নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় মেশিনে ত্রুটি দেখা দিলে চাঁদপুর এবং ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আনা হয়। ৩টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। হাইমচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিসের ও বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তের মধ্যমে দেখবো এটি কোন ষড়যন্ত্র কিনা।
ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম এবং প্রদীপ সেলুনসহ ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে মঙ্গলবার মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে ৩ কৃষকের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান এবং রোজাউল করিম ধান মারায় করে গরুর খাদ্য হিসেবে তাদের বাড়ির পাশে খলায় খড়ের গাদা তৈরি করেন। দুর্বৃত্তরা সোমবার রাতে ওই ৩টি গাদায় আগুন ধরিয়ে দেয়। পরদিন মঙ্গলবার সকালে বিষয়টি টের পাওয়ার আগেই ৩টি গাদায় পুড়ে ছাই হয়ে যায়। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, ৩ কৃষকের খড়ের গাদায় আগুন দেয়ার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
অগ্নিকাণ্ডে চাঁদপুরের হাইমচরে ২৫টি এবং ফরিদপুরের মধুখালীতে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, জয়পুরহাটের আক্কেলপুরে ৩ কৃষকের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন বাজারে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টায় এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সব দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইমচর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চাঁদপুর এবং ফরিদগঞ্জ থেকে আরও ২টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রতন শেখ জানান, প্রাথমিকভাবে তাদের রিজার্ভ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু রিজার্ভ পানি শেষ হয়ে গেলে পুকুর থেকে পানি নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় মেশিনে ত্রুটি দেখা দিলে চাঁদপুর এবং ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আনা হয়। ৩টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। হাইমচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিসের ও বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তের মধ্যমে দেখবো এটি কোন ষড়যন্ত্র কিনা।
ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম এবং প্রদীপ সেলুনসহ ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে মঙ্গলবার মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে ৩ কৃষকের খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান এবং রোজাউল করিম ধান মারায় করে গরুর খাদ্য হিসেবে তাদের বাড়ির পাশে খলায় খড়ের গাদা তৈরি করেন। দুর্বৃত্তরা সোমবার রাতে ওই ৩টি গাদায় আগুন ধরিয়ে দেয়। পরদিন মঙ্গলবার সকালে বিষয়টি টের পাওয়ার আগেই ৩টি গাদায় পুড়ে ছাই হয়ে যায়। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, ৩ কৃষকের খড়ের গাদায় আগুন দেয়ার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।