ফরিদপুরের কবিরপুর চর এলাকায় পদ্মা নদীতে অবৈধ বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ওই ট্রলারে থাকা দুই আরোহী গুরুত্বর জখম হয়েছেন। আহতরা হলেন মানিকগঞ্জের বারিক ফকিরের ছেলে ইউসুফ ফকির এবং মাসুদ রানার ছেলে মজিদ।মঙ্গলবার ভোর ৪টায় তারা দুজন পদ্মা নদীর কবিরপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বালুবাহী একটি বলগেট তাদের নৌকাটিতে সজোরে আঘাত করলে, নৌকাটি দুমড়ে মুচড়ে নদীতে তলিয়ে যায়। এতে ওই দুই মৎস্যআরোহী নৌকা থেকে পানিতে ছিটকে পড়ে ভেসে থাকা সোলার কাটুন ধরে ভাসতে থাকেন। পরে অন্য মৎস্য আরোহীরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কোতয়ালী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ নাসিম আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আঘাতকারী বালুবাহী বলগেটটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
ফরিদপুরের কবিরপুর চর এলাকায় পদ্মা নদীতে অবৈধ বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ওই ট্রলারে থাকা দুই আরোহী গুরুত্বর জখম হয়েছেন। আহতরা হলেন মানিকগঞ্জের বারিক ফকিরের ছেলে ইউসুফ ফকির এবং মাসুদ রানার ছেলে মজিদ।মঙ্গলবার ভোর ৪টায় তারা দুজন পদ্মা নদীর কবিরপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বালুবাহী একটি বলগেট তাদের নৌকাটিতে সজোরে আঘাত করলে, নৌকাটি দুমড়ে মুচড়ে নদীতে তলিয়ে যায়। এতে ওই দুই মৎস্যআরোহী নৌকা থেকে পানিতে ছিটকে পড়ে ভেসে থাকা সোলার কাটুন ধরে ভাসতে থাকেন। পরে অন্য মৎস্য আরোহীরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কোতয়ালী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ নাসিম আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আঘাতকারী বালুবাহী বলগেটটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।