জব্দ করা হলো বালুবাহী ট্রাক। এরপর ওপর থেকে পাতলা স্তরে থাকা বালু সরাতেই বেরিয়ে এলো বস্তায় বস্তায় ভারতীয় চিনি ও তাকে তাকে সাজানো ব্লেড। এভাবেই ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ পথে আসা ১৭০ বস্তা ভারতীয় চিনি ও ১লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪’র একটি টিম পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ওপরে বালু বোঝাই অবস্থায় থাকা দুটি ট্রাকের ভেতর থেকে এ মালামাল জব্দ করা হয়। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছায় সকাল ৯টা থেকে অভিযান চালানো হয়। এসময় উপজেলার নিমুরিয়া এলাকায় ময়মনিসংহ-টাঙ্গাইল মহাড়কের ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। বাইরে থেকে ট্রাকের ওপরে ট্রিপল দিয়ে মোড়ানো বালু দেখা যায়। পরে বালু সরিয়ে সেখান থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাকিবুল হাসান(২২)কে আটক করা হয়। অপরদিকে উপজেলা চেচুয়া বাজারের ব্যবসায়ী, দুল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুলের হকে ভাই ও জামায়াত নেতা আব্দুল হালিমের গোডাউনের সামনে থেকে একই রকম বালুভর্তি একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের ওপরের বালু সরিয়ে সেখান থেকে ৬৯ বস্তা ভারতীয় চিনি ও এক লাক ২০ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ট্রাকের চালক ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর বরিয়ান এলাকার আলাল উদ্দিনের পুত্র শাহজাহান সিরাজকে আটক করে র্যাব।মঙ্গলবার বিকালে পৃথক মামলায় মালামালসহ আটককৃতদেরকে মুক্তাগাছা থানা পুলিশের সোপর্দ করে র্যাব।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
জব্দ করা হলো বালুবাহী ট্রাক। এরপর ওপর থেকে পাতলা স্তরে থাকা বালু সরাতেই বেরিয়ে এলো বস্তায় বস্তায় ভারতীয় চিনি ও তাকে তাকে সাজানো ব্লেড। এভাবেই ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ পথে আসা ১৭০ বস্তা ভারতীয় চিনি ও ১লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪’র একটি টিম পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ওপরে বালু বোঝাই অবস্থায় থাকা দুটি ট্রাকের ভেতর থেকে এ মালামাল জব্দ করা হয়। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছায় সকাল ৯টা থেকে অভিযান চালানো হয়। এসময় উপজেলার নিমুরিয়া এলাকায় ময়মনিসংহ-টাঙ্গাইল মহাড়কের ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। বাইরে থেকে ট্রাকের ওপরে ট্রিপল দিয়ে মোড়ানো বালু দেখা যায়। পরে বালু সরিয়ে সেখান থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাকিবুল হাসান(২২)কে আটক করা হয়। অপরদিকে উপজেলা চেচুয়া বাজারের ব্যবসায়ী, দুল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুলের হকে ভাই ও জামায়াত নেতা আব্দুল হালিমের গোডাউনের সামনে থেকে একই রকম বালুভর্তি একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের ওপরের বালু সরিয়ে সেখান থেকে ৬৯ বস্তা ভারতীয় চিনি ও এক লাক ২০ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ট্রাকের চালক ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর বরিয়ান এলাকার আলাল উদ্দিনের পুত্র শাহজাহান সিরাজকে আটক করে র্যাব।মঙ্গলবার বিকালে পৃথক মামলায় মালামালসহ আটককৃতদেরকে মুক্তাগাছা থানা পুলিশের সোপর্দ করে র্যাব।