খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোট জেলে কার্ডের মধ্যে অর্ধেকের বেশি ভুয়া কার্ড হওয়ায় নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলে কার্ড বিতরণে বিপাকে পড়েছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান জানান, বটিয়াঘাটায় মোট জেলে কার্ডের রয়েছে ৪ হাজার। নানান মহল থেকে অভিযোগ এর অর্ধেকেরও বেশী ভূয়া। এই ভুয়া বাছাই কার্যক্রম শুরু করেছে মৎস্য দপ্তর। কিন্তু যাচাই বসছাইতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে সাত ইউনিয়নের মধ্যে বটিয়াঘাটা ইউনিয়নের যাচাই-বাছাই হবার কথা ছিল রোববার। বাছাইতে উপস্থিত লোকজন কে আসল কে নকল তা না বলায় ভুয়া জেলে বাছাই সম্ভব হয়নি।
বুধবার, ০৫ মার্চ ২০২৫
খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোট জেলে কার্ডের মধ্যে অর্ধেকের বেশি ভুয়া কার্ড হওয়ায় নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলে কার্ড বিতরণে বিপাকে পড়েছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান জানান, বটিয়াঘাটায় মোট জেলে কার্ডের রয়েছে ৪ হাজার। নানান মহল থেকে অভিযোগ এর অর্ধেকেরও বেশী ভূয়া। এই ভুয়া বাছাই কার্যক্রম শুরু করেছে মৎস্য দপ্তর। কিন্তু যাচাই বসছাইতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে সাত ইউনিয়নের মধ্যে বটিয়াঘাটা ইউনিয়নের যাচাই-বাছাই হবার কথা ছিল রোববার। বাছাইতে উপস্থিত লোকজন কে আসল কে নকল তা না বলায় ভুয়া জেলে বাছাই সম্ভব হয়নি।