নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছুরিকাঘাতে মো. অপূর্ব নামে এক ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১০টায় শহীদ মিনারের পাশে ভাষা সৈনিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মী মো. অপূর্ব নগরীর মাসদাইর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। এই ঘটনায় সম্রাট হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত সোমবার সকালে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ।
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছুরিকাঘাতে মো. অপূর্ব নামে এক ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১০টায় শহীদ মিনারের পাশে ভাষা সৈনিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মী মো. অপূর্ব নগরীর মাসদাইর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। এই ঘটনায় সম্রাট হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত সোমবার সকালে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ।