বাগেরহাটে ধানখেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা ফাদে বিদ্যুতায়িত হয়ে সঞ্জিত মল নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা আব্দুর রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক সঞ্জিত মল আব্দুর রসুলপুর গ্রামের সদানন্দ মন্ডলের ছেলে। জান যায়, নিজেদের ধানক্ষেতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়।
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
বাগেরহাটে ধানখেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা ফাদে বিদ্যুতায়িত হয়ে সঞ্জিত মল নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা আব্দুর রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক সঞ্জিত মল আব্দুর রসুলপুর গ্রামের সদানন্দ মন্ডলের ছেলে। জান যায়, নিজেদের ধানক্ষেতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়।