সারাদেশে ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার কমলাপুর পিটিআই-এর প্রশিক্ষণার্থীরা। পিটিআই-এর সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের কাজ মূলত শিশুদের নিয়ে। একটি শিশু সামগ্রিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। সেই সব কোমলমতি শিশুরা যদি ধর্ষণের শিকার হয়, সহিংসতার শিকার হয়, তাহলে সেই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে ওই সব নিকৃষ্ট ঘটনার প্রতিবাদ করা, সেই সব সহিংসতা এবং ধর্ষণের বিচার চাওয়া একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই জায়গা থেকে আজ আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ করা। অনতিবিলম্বে নারী ও শিশু নির্যাতনের বিচার দাবি। নারী ও শিশু নির্যাতনের বিচারে কোন গড়িমসির প্রশ্রয় না দেয়া হয় সেই বিষয়ের সতর্ক বার্তা রাখছি।
এ সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদ উল্লাহ, বিপাশা, আনিকা শারমিলা কৃপা, আকাশসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
সারাদেশে ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার কমলাপুর পিটিআই-এর প্রশিক্ষণার্থীরা। পিটিআই-এর সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের কাজ মূলত শিশুদের নিয়ে। একটি শিশু সামগ্রিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। সেই সব কোমলমতি শিশুরা যদি ধর্ষণের শিকার হয়, সহিংসতার শিকার হয়, তাহলে সেই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে ওই সব নিকৃষ্ট ঘটনার প্রতিবাদ করা, সেই সব সহিংসতা এবং ধর্ষণের বিচার চাওয়া একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই জায়গা থেকে আজ আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ করা। অনতিবিলম্বে নারী ও শিশু নির্যাতনের বিচার দাবি। নারী ও শিশু নির্যাতনের বিচারে কোন গড়িমসির প্রশ্রয় না দেয়া হয় সেই বিষয়ের সতর্ক বার্তা রাখছি।
এ সময় প্রশিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদ উল্লাহ, বিপাশা, আনিকা শারমিলা কৃপা, আকাশসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।