ভোলায় ভোটার হতে গিয়ে ধরা পড়েছেন রোহিঙ্গা দম্পতি। এ সময় তাদের সঙ্গে ছিল তাদের দেড় বছর বয়সী একটি শিশু সন্তান। একই সময় তাদের দুই জন সহযোগীকেও আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন আব্দুল হালিম এবং তার স্ত্রী উম্মুল খায়ের। তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। তাদের দুই সহযোগী জুলফিকার আলী তার বোন ফাতেমার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ২নং ওয়ার্ডে বাসিন্দা। বুধবার তাদেরকে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা রোহিঙ্গা দম্পতি ও তাদের সহযোগীদের আটক করে থানায় নিয়ে এসেছি। তারা বুধবার সকালে ভোলার দৌলতখান আসেন। পরে চরপাতা ইউনিয়ন পরিষদে ভোটার আইডি কার্ডের ছবি তুলতে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
ভোলায় ভোটার হতে গিয়ে ধরা পড়েছেন রোহিঙ্গা দম্পতি। এ সময় তাদের সঙ্গে ছিল তাদের দেড় বছর বয়সী একটি শিশু সন্তান। একই সময় তাদের দুই জন সহযোগীকেও আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন আব্দুল হালিম এবং তার স্ত্রী উম্মুল খায়ের। তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। তাদের দুই সহযোগী জুলফিকার আলী তার বোন ফাতেমার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ২নং ওয়ার্ডে বাসিন্দা। বুধবার তাদেরকে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা রোহিঙ্গা দম্পতি ও তাদের সহযোগীদের আটক করে থানায় নিয়ে এসেছি। তারা বুধবার সকালে ভোলার দৌলতখান আসেন। পরে চরপাতা ইউনিয়ন পরিষদে ভোটার আইডি কার্ডের ছবি তুলতে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।