গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ওবায়দুল। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী গুরুতর আহত হন। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও এক বৃদ্ধ নিহত হন।
কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার, ১৫ মার্চ ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ওবায়দুল। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী গুরুতর আহত হন। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও এক বৃদ্ধ নিহত হন।
কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।