খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত বলেছেন, বাল্য বিবাহ প্রতিরোধে পরিবার, সমাজসহ সব সেক্টরে সচেতন হতে হবে। বাল্য বিবাহের কুফল সব কে জানাতে হবে। তাহলেই কাংখিত লক্ষ্যে পৌঁছানো যাবে। বাগেরহাট জেলা সদরের দক্ষিণখানপুর এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধ ইস্যুতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রকল্প কাজের স্বপ্নসারথী দলের ২১তম সেশন পরিচালনা অনুষ্ঠান সরেজমিনে ভিজিটকালে তিনি এ কথা বলেন।
সোমবার উক্ত এলাকায় স্বপ্নসারথী দলের একবার না পারিলে দেখো শতবার পর্ব-১ চলাকালে তিনি সেশন ভিজিট করেন। ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলমের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভায় বিশেস অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নসরিন সুলতানা প্রমুখ।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত বলেছেন, বাল্য বিবাহ প্রতিরোধে পরিবার, সমাজসহ সব সেক্টরে সচেতন হতে হবে। বাল্য বিবাহের কুফল সব কে জানাতে হবে। তাহলেই কাংখিত লক্ষ্যে পৌঁছানো যাবে। বাগেরহাট জেলা সদরের দক্ষিণখানপুর এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধ ইস্যুতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রকল্প কাজের স্বপ্নসারথী দলের ২১তম সেশন পরিচালনা অনুষ্ঠান সরেজমিনে ভিজিটকালে তিনি এ কথা বলেন।
সোমবার উক্ত এলাকায় স্বপ্নসারথী দলের একবার না পারিলে দেখো শতবার পর্ব-১ চলাকালে তিনি সেশন ভিজিট করেন। ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলমের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভায় বিশেস অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নসরিন সুলতানা প্রমুখ।