নিহত কবির হোসেন
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতার মৃত্যুর পর থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার গভীর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদিয়া চাদপুর ইউনিয়নের চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদল নেতা কবির হোসেনকে ঢাকায় নেওয়া হলে বুধবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩৫ বছর বয়সী কবির হোসেন চাদপুর গ্রামের ফজল হকের ছেলে।
ঘটনার পর বিএনপির এনায়েতপুর থানা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল এবং সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের পদ স্থগিত করা হয়েছে।
ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটিতে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
জেলা বিএনপির চিঠিতে বলা হয়, "এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে নাম আসায় থানা বিএনপির দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো। পাশাপাশি, তিন সদস্যের কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, কবির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি বা কোনো মামলা হয়নি।
এবিষয়ে পদ স্থগিত হওয়া জাহাঙ্গীর কবির জনি সাইদুল বলেন, "আমি এ ঘটনায় জড়িত নই। তারপরও দল আমার বিরুদ্ধে অবিচার করেছে।"
নিহত কবির হোসেন
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতার মৃত্যুর পর থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার গভীর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদিয়া চাদপুর ইউনিয়নের চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদল নেতা কবির হোসেনকে ঢাকায় নেওয়া হলে বুধবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩৫ বছর বয়সী কবির হোসেন চাদপুর গ্রামের ফজল হকের ছেলে।
ঘটনার পর বিএনপির এনায়েতপুর থানা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল এবং সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের পদ স্থগিত করা হয়েছে।
ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটিতে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
জেলা বিএনপির চিঠিতে বলা হয়, "এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে নাম আসায় থানা বিএনপির দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো। পাশাপাশি, তিন সদস্যের কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, কবির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি বা কোনো মামলা হয়নি।
এবিষয়ে পদ স্থগিত হওয়া জাহাঙ্গীর কবির জনি সাইদুল বলেন, "আমি এ ঘটনায় জড়িত নই। তারপরও দল আমার বিরুদ্ধে অবিচার করেছে।"