সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৭১ লাখ ৩৪ হাজার ৬১০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে।
এ সময় সাইফুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বারাই এলাকার বাসিন্দা। অভিযানটি ১৬ মার্চ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পরিচালিত হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি, গরু, বাঁজি, নেহা মেহেদী, কিসমিস, গ্যাবাডিন প্যান্ট, বাসমতি চাউল, চিংড়ি মাছের রেনু, ডাবুর আমলা তেল, বাংলাদেশী প্রাইভেট কার, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, হুইস্কি এবং গাঁজা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আমরা সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।"
জব্দকৃত মালামাল ও আটককৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৭১ লাখ ৩৪ হাজার ৬১০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে।
এ সময় সাইফুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বারাই এলাকার বাসিন্দা। অভিযানটি ১৬ মার্চ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পরিচালিত হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি, গরু, বাঁজি, নেহা মেহেদী, কিসমিস, গ্যাবাডিন প্যান্ট, বাসমতি চাউল, চিংড়ি মাছের রেনু, ডাবুর আমলা তেল, বাংলাদেশী প্রাইভেট কার, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, হুইস্কি এবং গাঁজা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আমরা সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।"
জব্দকৃত মালামাল ও আটককৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।