চাঁদপুর : বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর শাখার মানববন্ধন -সংবাদ
নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ, মব সন্ত্রাস বন্ধ ও ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবিতে গত বুধবার বিকেলে শহরের শপথ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর বাম গণতান্ত্রিক জোট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর জেলা সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ সদস্য কমরেড দিপালী রানী ও কমরেড জি এম বাদশা।
সমাবেশে বক্তারা বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন অব্যাহত আছে। প্রতিদিনই লোমহর্ষক ঘটনাগুলো ঘটছে।
আইনশৃঙ্খলার অবনতি চরমে। এখনও মাজার ভাঙ্গছে, সরকারি স্থাপনা ভাঙা হচ্ছে, রাজনৈতিক সভা-সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। মব সন্ত্রাসের মাধ্যমে বাক্ স্বাধীনতা খর্ব করা হচ্ছে। কার্যত: পুরো অস্থিতিশীলতা বিরাজ করছে। বাম সংগঠনগুলো তাদের নীতির উপর দাঁড়িয়ে এ যাবৎকাল পর্যন্ত সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখছে। তা বলেন, একটা বিষয় লক্ষ্যনীয় যে, যে সব মিডিয়ায় বিগত সরকারগুলোর তোষণ- পোষণ করেছে, এখনও তাই। দেশের ক্রান্তিকালে বিভিন্ন পেশা ও বাম সংগঠনগুলোর ন্যায্য আন্দোলনের সংবাদ পরিবেশন না করে এসব প্রচার মিডিয়া বিরোধিতা করছে।
সরকারের ভুল ও অন্যায় নিয়ে সংবাদ নাই। নেতৃবৃন্দ আরও বলেন, সংস্কারের নামে সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে সরকার বিলম্ব করছে। নির্বাচন নিয়ে একেক সময় একেক সম্ভাবনার কথা বলেন। এতে করে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে।
চাঁদপুর : বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর শাখার মানববন্ধন -সংবাদ
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ, মব সন্ত্রাস বন্ধ ও ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবিতে গত বুধবার বিকেলে শহরের শপথ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর বাম গণতান্ত্রিক জোট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর জেলা সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ সদস্য কমরেড দিপালী রানী ও কমরেড জি এম বাদশা।
সমাবেশে বক্তারা বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন অব্যাহত আছে। প্রতিদিনই লোমহর্ষক ঘটনাগুলো ঘটছে।
আইনশৃঙ্খলার অবনতি চরমে। এখনও মাজার ভাঙ্গছে, সরকারি স্থাপনা ভাঙা হচ্ছে, রাজনৈতিক সভা-সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। মব সন্ত্রাসের মাধ্যমে বাক্ স্বাধীনতা খর্ব করা হচ্ছে। কার্যত: পুরো অস্থিতিশীলতা বিরাজ করছে। বাম সংগঠনগুলো তাদের নীতির উপর দাঁড়িয়ে এ যাবৎকাল পর্যন্ত সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখছে। তা বলেন, একটা বিষয় লক্ষ্যনীয় যে, যে সব মিডিয়ায় বিগত সরকারগুলোর তোষণ- পোষণ করেছে, এখনও তাই। দেশের ক্রান্তিকালে বিভিন্ন পেশা ও বাম সংগঠনগুলোর ন্যায্য আন্দোলনের সংবাদ পরিবেশন না করে এসব প্রচার মিডিয়া বিরোধিতা করছে।
সরকারের ভুল ও অন্যায় নিয়ে সংবাদ নাই। নেতৃবৃন্দ আরও বলেন, সংস্কারের নামে সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে সরকার বিলম্ব করছে। নির্বাচন নিয়ে একেক সময় একেক সম্ভাবনার কথা বলেন। এতে করে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে।