আর্চারির নবগঠিত অ্যাডহক কমিটিতে কাজী রাজীব উদ্দিন চপলকেই সাধারণ সম্পাদক হিসেবে রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনে সংস্কারের ধারাবাহিকতায় বেশিরভাগ ফেডারেশনের কমিটিতে বড় বড় পদগুলো থেকে চেনামুখ সরিয়ে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে দীর্ঘদিন দায়িত্বে থাকা হ্যান্ডবলের আসাদুজ্জামান কোহিনুর ও ভলিবলের আশিকুর রহমান মিকুকে সরে যেতে হয়েছে সাধারণ সম্পাদকের পদ থেকে। সেই জায়গায় ব্যতিক্রম বলা যায় আর্চারি ফেডারেশন। আর্চারি ফেডারেশনের সভাপতি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান। কমিটিতে সাবেক আর্চার ইমদাদুল হক মিলনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্চারির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে এগিয়ে ছিল সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েদ আহমেদকেও সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে। একই দিনে খো খো ও বেসবলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
আর্চারির নবগঠিত অ্যাডহক কমিটিতে কাজী রাজীব উদ্দিন চপলকেই সাধারণ সম্পাদক হিসেবে রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনে সংস্কারের ধারাবাহিকতায় বেশিরভাগ ফেডারেশনের কমিটিতে বড় বড় পদগুলো থেকে চেনামুখ সরিয়ে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে দীর্ঘদিন দায়িত্বে থাকা হ্যান্ডবলের আসাদুজ্জামান কোহিনুর ও ভলিবলের আশিকুর রহমান মিকুকে সরে যেতে হয়েছে সাধারণ সম্পাদকের পদ থেকে। সেই জায়গায় ব্যতিক্রম বলা যায় আর্চারি ফেডারেশন। আর্চারি ফেডারেশনের সভাপতি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান। কমিটিতে সাবেক আর্চার ইমদাদুল হক মিলনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্চারির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে এগিয়ে ছিল সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েদ আহমেদকেও সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে। একই দিনে খো খো ও বেসবলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।