আধুনিকতার ছোঁয়ায় অভিনব বুদ্ধি একই অঙ্গে আলু ও টমেটো! এ যেন একই বিছানায় কৃষকের অস্ত্রোপচারে জন্ম নিল টম আলু।
আলু গাছে মাটির উপরে ধরেছে টমেটো একই গাছে মাটির নিচে ফলেছে আলু। অবাক করে দেয়ার মতো একই গাছে দুই সবজি টম আলু। টম আলু ফসল উৎপাদন করে চমকে দিয়েছে বগুড়া শিবগঞ্জের কৃষক রুবেল মিয়া। সরেজমিনে দেখা গেছে,গাছের ডগায় লাল টুকটুকে টমেটো। আবার একই গাছ উপরে ফেললে গোড়ায় মেলে আলু। আলু গাছে টমেটো হওয়া এ চাষের নাম টমআলু। টমেটো ও আলুর এমন অদ্ভুত মিশ্রণে গাছ নিয়ে কৌতুহলের কমতি নেই সাধারণ মানুষের মাঝে। সবুজ পাতার মাঝে হলুদ লাল টুকটুকে কোনটি কাঁচা আবার কোনটি পাকা। এটা টমেটো বাগান মনে হলেও একই গাছে দুই সবজি। বগুড়া শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট এলাকায় কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস নামে নার্সারির সহযোগিতায় এমন অভিনব একই গাছে দুই সবজি উৎপাদন করেছে রুবেল মিয়া।
রুবেল মিয়া বলেন, শখের বশে কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস সহযোগিতায় আমি তিন শতক জমিতে পরীক্ষামূলকভাবে এই টম আলুর চাষাবাদ করেছি ফলনও পেয়েছি ভালো খরচও হয়েছে কম।
উপসহকারী কৃষি অফিসার সাইফুর রহমান বলেন, আমরা শুধু আলুর শেকড় থেকে আলু টা নিচ্ছি আর অন্যান্য শিকড় অক্ষত থাকছে। আলু সংগ্রহের পর আবার গাছ মাটি দিয়ে ঢেকে পানি দিলে টমেটো চার মাসে যা হওয়ার কথা তাই হবে। আর টমেটো ফসল চার মাসেই হয়।
এ পদ্ধতিতে দুই সবজির ফলন পাওয়া যাচ্ছে একই জমি থেকে। এতে যেমন খরচ কমেছে তেমনি টমআলুর গাছ থেকে এক কেজি আলু পাওয়া যাচ্ছে। টমেটো পাওয়া যাচ্ছে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত। টমেটোর চারা কিনতে যে খরচ একই খরচে গ্রাফিটিং করা যায়। আমরা একই খরচে দুইটা ফসল পাচ্ছি প্রথমে আলু গাছের চারার উপরের অংশ কেটে সেখানে টমেটো চারা গ্রাফিটিং করে এই দুই সবজি ফলানো হচ্ছে।
টমআলু জমি দেখতে আসা রুহুল আমিন, কনক দেব, দুলাল,সফিকুলরা বলেন আমরা এই প্রথম এক গাছে দুই সবজির আবাদ দেখার ও শেখার জন্য এসেছি। উপজেলা কৃষি অফিসার আবদুল হান্নান বলেন, শস্য ভান্ডার উপজেলা শিবগঞ্জ। এই এলাকার মাটি খুবই উর্ব্বর সব ফসল সকল আবহাওয়ায় মানিয়ে নেয়। রুবেল মিয়া পরীক্ষামুলুকভাবে একই গাছে দুই সবজি চাষাবাদ করেছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।
তিনি বলেন, কৃষি বিপ্লব শস্য ভান্ডার এলাকা শিবগঞ্জ। এই এলাকার মাটি খুবই উর্বর সব ফসল সকল আবহাওয়ায় মানিয়ে নেয়। রুবেল মিয়া পরীক্ষা মুলুকভাবে একই গাছে দুই সবজি চাষাবাদ করেছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।
রোববার, ১৩ এপ্রিল ২০২৫
আধুনিকতার ছোঁয়ায় অভিনব বুদ্ধি একই অঙ্গে আলু ও টমেটো! এ যেন একই বিছানায় কৃষকের অস্ত্রোপচারে জন্ম নিল টম আলু।
আলু গাছে মাটির উপরে ধরেছে টমেটো একই গাছে মাটির নিচে ফলেছে আলু। অবাক করে দেয়ার মতো একই গাছে দুই সবজি টম আলু। টম আলু ফসল উৎপাদন করে চমকে দিয়েছে বগুড়া শিবগঞ্জের কৃষক রুবেল মিয়া। সরেজমিনে দেখা গেছে,গাছের ডগায় লাল টুকটুকে টমেটো। আবার একই গাছ উপরে ফেললে গোড়ায় মেলে আলু। আলু গাছে টমেটো হওয়া এ চাষের নাম টমআলু। টমেটো ও আলুর এমন অদ্ভুত মিশ্রণে গাছ নিয়ে কৌতুহলের কমতি নেই সাধারণ মানুষের মাঝে। সবুজ পাতার মাঝে হলুদ লাল টুকটুকে কোনটি কাঁচা আবার কোনটি পাকা। এটা টমেটো বাগান মনে হলেও একই গাছে দুই সবজি। বগুড়া শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট এলাকায় কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস নামে নার্সারির সহযোগিতায় এমন অভিনব একই গাছে দুই সবজি উৎপাদন করেছে রুবেল মিয়া।
রুবেল মিয়া বলেন, শখের বশে কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস সহযোগিতায় আমি তিন শতক জমিতে পরীক্ষামূলকভাবে এই টম আলুর চাষাবাদ করেছি ফলনও পেয়েছি ভালো খরচও হয়েছে কম।
উপসহকারী কৃষি অফিসার সাইফুর রহমান বলেন, আমরা শুধু আলুর শেকড় থেকে আলু টা নিচ্ছি আর অন্যান্য শিকড় অক্ষত থাকছে। আলু সংগ্রহের পর আবার গাছ মাটি দিয়ে ঢেকে পানি দিলে টমেটো চার মাসে যা হওয়ার কথা তাই হবে। আর টমেটো ফসল চার মাসেই হয়।
এ পদ্ধতিতে দুই সবজির ফলন পাওয়া যাচ্ছে একই জমি থেকে। এতে যেমন খরচ কমেছে তেমনি টমআলুর গাছ থেকে এক কেজি আলু পাওয়া যাচ্ছে। টমেটো পাওয়া যাচ্ছে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত। টমেটোর চারা কিনতে যে খরচ একই খরচে গ্রাফিটিং করা যায়। আমরা একই খরচে দুইটা ফসল পাচ্ছি প্রথমে আলু গাছের চারার উপরের অংশ কেটে সেখানে টমেটো চারা গ্রাফিটিং করে এই দুই সবজি ফলানো হচ্ছে।
টমআলু জমি দেখতে আসা রুহুল আমিন, কনক দেব, দুলাল,সফিকুলরা বলেন আমরা এই প্রথম এক গাছে দুই সবজির আবাদ দেখার ও শেখার জন্য এসেছি। উপজেলা কৃষি অফিসার আবদুল হান্নান বলেন, শস্য ভান্ডার উপজেলা শিবগঞ্জ। এই এলাকার মাটি খুবই উর্ব্বর সব ফসল সকল আবহাওয়ায় মানিয়ে নেয়। রুবেল মিয়া পরীক্ষামুলুকভাবে একই গাছে দুই সবজি চাষাবাদ করেছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।
তিনি বলেন, কৃষি বিপ্লব শস্য ভান্ডার এলাকা শিবগঞ্জ। এই এলাকার মাটি খুবই উর্বর সব ফসল সকল আবহাওয়ায় মানিয়ে নেয়। রুবেল মিয়া পরীক্ষা মুলুকভাবে একই গাছে দুই সবজি চাষাবাদ করেছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।