নাটোরে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক
ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে
আসছে। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব খুব দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন। এবং নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
রোববার (২০ এপ্রিল) সকালর ১১ টায় নাটোরের একটি রেস্তারায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ সরকার বিদায় করতে পারলেও দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তিশালী চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। নির্বাচন দিতে দেরি হলে এই চক্র আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনা এবং আহ্বায়ক রহিম নেওয়াজ সভাপতিত করেন।
রোববার, ২০ এপ্রিল ২০২৫
নাটোরে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক
ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে
আসছে। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব খুব দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন। এবং নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
রোববার (২০ এপ্রিল) সকালর ১১ টায় নাটোরের একটি রেস্তারায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ সরকার বিদায় করতে পারলেও দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তিশালী চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। নির্বাচন দিতে দেরি হলে এই চক্র আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনা এবং আহ্বায়ক রহিম নেওয়াজ সভাপতিত করেন।