কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, “রেললাইনের বিভিন্ন স্থানে তিনটি মরদেহ খণ্ডিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।”
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, “রেললাইনের বিভিন্ন স্থানে তিনটি মরদেহ খণ্ডিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।”