দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে এবারের নীলামে প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। এ নিলামে সর্বোচ্চ দর প্রতি কেজি ১হাজার ৮৫০টাকা দরে বিক্রি হয়েছে সিলেটের লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি।
গত ২৩ এপ্রিল বুধবার শ্রীমঙ্গলস্থ খান টাওয়ারের তয় তলায় আর্ন্তজাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলামে ৩টি বোকার্সের মাধ্যমে মোট ১লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা তোলা হয়।
টি ব্রোকার্স এসোসিয়েশনের সুত্রে জানাগেছে, এ নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দরে লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি বিক্রি হয়েছে ১৮৫০ টাকা কেজি। নিলামে উঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। টি ব্রোকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শওকত আলী খান জানান, ২০২৪-২৫ মৌসুমে ২৫টি নিলাম সম্পন্ন হয়েছে। এখন ২০২৫-২৬ মৌসুমের নিলাম শুরু হবে।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে এবারের নীলামে প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। এ নিলামে সর্বোচ্চ দর প্রতি কেজি ১হাজার ৮৫০টাকা দরে বিক্রি হয়েছে সিলেটের লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি।
গত ২৩ এপ্রিল বুধবার শ্রীমঙ্গলস্থ খান টাওয়ারের তয় তলায় আর্ন্তজাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলামে ৩টি বোকার্সের মাধ্যমে মোট ১লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা তোলা হয়।
টি ব্রোকার্স এসোসিয়েশনের সুত্রে জানাগেছে, এ নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দরে লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি বিক্রি হয়েছে ১৮৫০ টাকা কেজি। নিলামে উঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। টি ব্রোকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শওকত আলী খান জানান, ২০২৪-২৫ মৌসুমে ২৫টি নিলাম সম্পন্ন হয়েছে। এখন ২০২৫-২৬ মৌসুমের নিলাম শুরু হবে।