ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙনের শিকার পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে অপসোনিন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা, তহসিলদার, সাবরেজিস্ট্রার ও স্থানীয় দালালের মাধ্যমে ভূয়া দলিল করে আট-দশ একর জমি দখলে নিয়েছে ওই কোম্পানি। নিজেদের জমি ফিরে পেতে এবং অপসোনিন ফার্মাসহ সংশিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নদী ভাঙনের শিকার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ক্ষতিগ্রস্তরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মো. হাসান খান, নাসির হাওলাদার ও লিটন মাঝি। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙনের শিকার পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে অপসোনিন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা, তহসিলদার, সাবরেজিস্ট্রার ও স্থানীয় দালালের মাধ্যমে ভূয়া দলিল করে আট-দশ একর জমি দখলে নিয়েছে ওই কোম্পানি। নিজেদের জমি ফিরে পেতে এবং অপসোনিন ফার্মাসহ সংশিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নদী ভাঙনের শিকার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ক্ষতিগ্রস্তরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মো. হাসান খান, নাসির হাওলাদার ও লিটন মাঝি। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।